Wednesday, November 12, 2025

সারাদেশ দেখল বিজেপির গুন্ডাগিরি! নবান্ন অভিযানকে তীব্র আক্রমণ অভিষেকের

Date:

নবান্ন অভিযানের নামে মঙ্গলবার দিনভর বিভিন্ন জায়গায় অশান্তি ছড়াল বিজেপি। পুলিশ থেকে শাসকদলের নেতা- বিজেপির নেতা-কর্মীদের মারের হাত থেকে কেউই রেহাই পেলেন না। বিভিন্ন জায়গায় অবরোধের ফলে দিনভর নাকাল হতে হল সাধারণ মানুষকে। নবান্ন অভিযানের নামে বিজেপির এই ‘গুন্ডাগিরির’ তীব্র প্রতিবাদ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করে অভিষেক লেখেন,

“আজ শুধু রাজ্য নয়, সারাদেশ দেখল বিজেপির গুন্ডারা এই শহরের কী দশা করতে পারে। এই যদি অবস্থা হয় তাহলে ভেবে দেখুন এরা ক্ষমতায় এলে কী করবে!
বিজেপিকে প্রত্যাখান করায় বাংলার মানুষকে ধন্যবাদ।
এবার  সময়ে এসেছে, সারাদেশ এদের প্রত্যাখান করুক।”

পুলিশের তৎপরতায় নবান্ন অভিযান ভেস্তে গেলেও পুলিশ কর্মী থেকে আধিকারিকদের প্রবল মারধর করার অভিযাগে উঠেছে বিজেপি বিরুদ্ধে। লাঠির আঘাতে ASP দেবজিৎ চট্টোপাধ্যায়ের হাত ভেঙেছে। আহত কমপক্ষে ৪০ পুলিস কর্মী। পুলিশকে লক্ষ্য করে ইট, বোতল উড়ে গিয়েছে। কোথাও পুলিশকে লাঠি হাতে তাড়া করেছেন বিজেপি কর্মীরা। তমলুকে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেছেন বিজেপির নেতা-কর্মীরা। এনিয়ে টুইটারে তীব্র আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিজেপিকে নিশানা করে অভিষেক লেখেন, বিজেপি নেতা-কর্মীরা আসলে কী সেটা সারা দেশের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে। বাংলায় এই বিজেপির জায়গা হয়নি। এবার দেশ থেকেও তাদের প্রত্যাখ্যানের ডাক দিয়েছেন অভিষেক।


 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version