Thursday, December 4, 2025

করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে ব্যর্থ ভারত, সরকারের দিকে আঙুল তুলল সংসদীয় স্থায়ী কমিটি

Date:

Share post:

২০২০ সাল থেকে ২০২২ সালের মধ্যে করোনার (Corona) চার চারটি ঢেউ সামলাতে হয়েছে ভারত তথা বিশ্বকে। কিন্তু প্রথম ঢেউয়ের ধাক্কার সামলাবার পর যখন দ্বিতীয় ঢেউ আসার আশঙ্কা প্রকাশ করেছিল স্বাস্থ্য মন্ত্রক (Health Ministry) , তখন কেন্দ্রীয় সরকার(Government of India) বিষয়টিকে হালকা ভাবে নিয়েছিল। আর তার ফলে গোটা দেশ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে করোনার দ্বিতীয় ঢেউয়ে। কেন্দ্রীয় সরকারের অপদার্থতাকে তুলে ধরে, সোমবার রাজ্যসভায় (Rajya Sabha) একটি প্রতিবেদন পেশ করা হয়েছে।

স্বাস্থ্য সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি (Parliamentary Standing Committee)১৩৭ তম প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করেছে , যে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সময় গোটা দেশ কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিল তার আসল কারণ ছিল কেন্দ্রীয় সরকারের দক্ষভাবে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতা। সারা দিস এই দ্বিতীয় ঢেউয়ে কার্যত হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছিল? একদিকে অক্সিজেনের জন্য হাহাকার অন্যদিকে হাসপাতাল বেড অমিল হয়ে যাওয়া। যখন দেশের মানুষের প্রয়োজন ছিল ওষুধের তখন তা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন সংস্থা অন্যত্র সরবরাহ করেছে অভিযোগ। এর পাশাপাশি অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবার প্রয়োজনীয় উপাদানের কালোবাজারি তো গোটা ঘটনাকে ধোঁয়া দিয়েছিল। স্বাস্থ্য সম্পর্কিত এই সংসদীয় প্যানেলের বলা হয়েছে পরিস্থিতির গুরুত্ব সঠিকভাবে অনুধাবন করতেই পারিনি সরকার। প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, কেন্দ্র সরকার যদি প্রাথমিক পর্যায়ে কিছু মানুষের ওপর সার্ভিস চালিয়ে ভাইরাসের আরও মারাত্মক স্ট্রেন সনাক্ত করতে সফল হত এবং এর নিয়ন্ত্রণ কৌশলটি যথাযথভাবে প্রয়োগ করত, তবে এর প্রতিক্রিয়াগুলি কম গুরুতর হত, এমনকী মৃত্যুর হার অনেকটাই নিয়ন্ত্রণে আনা যেত।

স্বাস্থ্য সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ১৩৭ তম প্রতিবেদনে উল্লেখ করেছে যে করোনা ভাইরাসের প্রথম ঢেউ যখন তার দাপট কমিয়ে ফেলেছিল, তখনই দ্বিতীয় ঢেউয়ের আসার যে সম্ভাবনা চিকিৎসকেরা দেখতে পেয়েছিলেন তাকে গুরুত্বই দেয়নি মোদি সরকার। করোনা ভাইরাসের পুনরুত্থান ছিল সময়ের অপেক্ষা কিন্তু অপদার্থ কেন্দ্রীয় সরকার সেই দিকে গুরুত্ব না দিয়ে দেশের মানুষের অনেক বড় ক্ষতি করেছে বলেও প্যানেলের তরফে দাবি করা হয়েছে।

 

spot_img

Related articles

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...