বিজেপির বেলুন ফুস: নবান্ন অভিযানকে গুরুত্বই দিলেন না মমতা

নবান্ন থেকে অনেক দূরেই বিজেপি-র অভিযান আটকে দেয় পুলিশ৷ পুলিশি তৎপরতায় সন্তুষ্ট মুখ্যমন্ত্রীও৷ তবে বাংলায় গেরুয়া শিবির কে যে গুরুত্ব দেওয়ার দরকার নেই সেই মন্তব্যই করেছেন তৃণমূল সুপ্রিমো।

বিজেপির নবান্ন অভিযানকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)à§· মঙ্গলবার, খড়্গপুরে (Kharagpur) দলীয় বৈঠকেই নবান্ন অভিযান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপির (BJP) নবান্ন (Nabanna) অভিযানে লোক হয়নি। ওদের বেলুন ফুস। ওদের গুরত্ব দেওয়ার দরকার নেই।” ২ মেদিনীপুরের ৪ দিনের সফরে রয়েছেন মমতা।

এদিন, পূর্ব মেদিনীপুরের খড়্গপুরে জেলা পরিষদের সভাধিপতি নির্বাচন হয়৷ সেই বৈঠকেই ওই জেলার নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরে জেলা নেতৃত্ব। ছিলেন পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের বিধায়করাও৷ বৈঠকের মধ্যেই বিজেপি-র নবান্ন অভিযান নিয়ে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমরা যখন চাকরি দিচ্ছি তখন বিজেপি নবান্ন অভিযান নিয়ে নজর অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে।”

নবান্ন থেকে অনেক দূরেই বিজেপি-র অভিযান আটকে দেয় পুলিশ৷ পুলিশি তৎপরতায় সন্তুষ্ট মুখ্যমন্ত্রীও৷ তবে বাংলায় গেরুয়া শিবির কে যে গুরুত্ব দেওয়ার দরকার নেই সেই মন্তব্যই করেছেন তৃণমূল সুপ্রিমো।