Sunday, August 24, 2025

শাহরুখ পুত্রের ‘রক্ষাকারী’ মুকুল রোহতগি ফের বসতে চলেছেন ভারতের অ্যাটর্নি জেনারেল পদে

Date:

আগামী ৩০ সেপ্টেম্বর ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপালের মেয়াদ শেষ হতে চলেছে। তাঁর জায়গায় এবার দায়িত্বে আসতে পারেন মুকুল রোহতগি। সবকিছু ঠিকঠাক থাকলে দ্বিতীয়বারের জন্য এই দায়িত্বে আসতে চলেছেন তিনি।

২০১৭ সাল থেকে গত ৫ বছর ধরে ভারতের অ্য়াটর্নি জেনারেল পদে রয়েছেন কেকে বেণুগোপাল। তাঁর আগে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল অবধি ভারতের অ্যাটর্নি জেনারেল ছিলেন রোহতগি। তারপর ১৫ তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বেণুগোপাল। ২০২০ সালে এই পদে তাঁর ৩ বছরের মেয়াদ শেষ হয়। সেই সময় ৯১ বছর বয়সী বেণুগোপাল নিজের বয়সের যুক্তি দিয়ে এই পদ থেকে অব্য়াহতি চান। কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে তাঁকে সেই পদে থেকে যাওয়ার অনুরোধ করা হয়েছিল। সরকারের সেই অনুরোধে সেই সময় রাজি হয়ে গিয়েছিলেন কেকে বেণুগোপাল। তাঁর মেয়াদ ৫ বছর পূর্ণ হওয়ার পর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন বেণুগোপাল। তাঁর জায়গাতেই দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে আসীন হতে পারেন রোহতাগি।

উল্লেখ্য, এর আগে অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন মুকুল রোহতগি। জানা যায়, ২০১৭ সালে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে অব্যাহতি নেওয়ার পরও ৩৭০ ধারা অবরোধ সহ একাধিক সংবেদনশীল ইস্যুতে তাঁর সঙ্গে আলোচনা করেছিল সরকার। মাদককাণ্ডে শাহরুখ পুত্র আরিয়ানের হয়ে সওয়াল জবাব করেছিলেন এই মুকুল রোহতগি।

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version