Monday, August 25, 2025

পরীক্ষা বন্ধ করতে নয়া কৌশল! বোমা মেরে স্কুল ওড়ানোর হুমকি পড়ুয়ার

Date:

সামনে স্কুলের অংক পরীক্ষা (Math Exam),কিন্তু তার আগে কার্যত স্কুল কর্তৃপক্ষকে (School Authority) হুমকি দিল এক পড়ুয়া (Student)। পরীক্ষা নিলে বোমা মেরে স্কুল উড়িয়ে দেওয়া হবে। গুগলে ট্রান্সলেট করে উর্দুতে সেই বার্তা পাঠান হয়েছিল পাঞ্জাবের (Punjab) অমৃতসরের একটি বেসরকারি স্কুলে (Private School)।

১৬ সেপ্টেম্বর ওই স্কুলে অংক পরীক্ষা রয়েছে বলে স্কুল সূত্রে খবর। তার আগেই স্কুল কর্তৃপক্ষের কাছে আচমকাই এক হুমকি বার্তা আসে। পরীক্ষা যদি নেওয়া হয় তাহলে গোটা স্কুলকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুলে, খবর দেওয়া হয় পুলিশকে। তদন্তে নেমে পুলিশ তাজ্জব হয়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল কোন নাশকতামূলক কান্ড ঘটানোর জন্যই এমন হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু তদন্ত করতে নেমে পুলিশ জানতে পারে বহিরাগত কোনও গোষ্ঠী বা কোনও ব্যক্তি নয় হুমকি চিঠির স্কুলেরই এক পড়ুয়া। কোথা থেকে বার্তাটি এসেছে তা খতিয়ে দেখার পর পাঞ্জাব পুলিশের সাইবার সেল জানতে পারে, একটি মোবাইল থেকে বার্তাটি পাঠানো হয়েছিল। আইপি চিহ্নিত করে পুলিশ জানতে পারে, অভিযুক্ত দুই পড়ুয়ার মধ্যে এক জন তার বাবার মোবাইল ব্যবহার করে ওই হুমকি বার্তা পাঠিয়েছিল। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্কুলপড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। আরও এক জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

 

Related articles

বাগমারির কাছে ভয়াবহ দুর্ঘটনা, পরপর গাড়ি-বাইকে ধাক্কা বেপোরয়া মিনিবাসের

দিনে দুপুরে খাস কলকাতার মনিকতলা ব্রিজের কাছে ভয়াবহ দুর্ঘটনা। বাগমারি এলাকায় বেপরোয়া মিনিবাস ধাক্কা দেয় একটি গাড়ি ও...

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...
Exit mobile version