Monday, August 25, 2025

‘সব চোর হ্যায়’, নিজেকে ‘চোরেদের সর্দার’ বললেন বিহারের কৃষিমন্ত্রী

Date:

কৃষি দফতরের(Agriculture Department) সকল আধিকারিকরা চোর। এবং তিনি নিজে ‘চোরেদের সর্দার’। একথা কোনও বিরোধীর নেতৃত্বের নয়, বক্তা স্বয়ং কৃষিমন্ত্রী। বিহারের কৃষিমন্ত্রী সুধাকর সিংয়ের(Sudhakar Singh) এহেন মন্তব্য প্রকাশ্যে আসার পর ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। মুহূর্তে ভাইরাল হতে শুরু করেছে মন্ত্রীমশাইয়ের এহেন মন্তব্য। স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে সদ্য ক্ষমতায় আসা আরজেডি ও জেডিইউ-এর সরকার।

সম্প্রতি বিহারের কাইমুরের এক সভায় উপস্থিত হয়েছিলেন বিহারের কৃষিমন্ত্রী সুধাকর সিং। সেখানেই মন্ত্রী বলেন, “আমার দফতরের একটি শাখাও নেই যেখানে চুরি হয় না। আর দফতরের ইনচার্জ হিসেবে আমিই তাদের সর্দার। আমার উপরেও অনেকে আছে। কোনও চাষি নিজের ক্ষেতে সিড কর্পোরেশনের বীজ ব্যবহার করে বলে আমার মনে হয় না। তা সত্ত্বেও সিড কর্পোরেশন ১৫০-২০০ কোটি টাকা নেয়।” শুধু তাই নয় তিনি আরও বলেন, “কৃষকদের উচিত আমার কুশপুত্তলিকা দাহ করা। নাহলে মনে হবে সবকিছু ঠিকঠাক আছে।” রাজ্য মন্ত্রীর এহেন বক্তব্যের বক্তব্য প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই বিতর্ক চরম আকার নেয়। যদিও নিজের বক্তব্য থেকে পিছু হঠতে নারাজ ওই মন্ত্রী।

সম্প্রতি সুধাকরের এই মন্তব্যকে কেন্দ্র করে মন্ত্রীসভার বৈঠকে আচমকাই বিবাদ দেখা যায়। আরজেডি নেতা ও বর্তমান বিহার সরকারের কৃষি মন্ত্রী সুধাকর সিংকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তাঁর মন্তব্যের জন্য জবাবদিহি চেয়ে বসেন। তাতেই ক্ষেপে যান সুধাকর সিং। বাদানুবাদ এতটাই চরমে পৌঁছে যায়, বাইরে বেরিয়ে নীতীশ মন্ত্রীসভা ছাড়ারও হুমকি দিয়ে বসেন সুধাকর।

Related articles

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...
Exit mobile version