Thursday, November 27, 2025

কেরোসিন তেলের বরাদ্দ অর্ধেক করল কেন্দ্র, বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল

Date:

Share post:

বাংলার জন্য কেরোসিন তেলের (Kerosene Oil) বরাদ্দ প্রায় অর্ধেক করে দিল কেন্দ্রীয় সরকার (Central Government)। তবে দেশের অন্যান্য রাজ্যগুলি আগে যে পরিমাণ কেরোসিন পেত তাই পাবে এমনই নির্দেশিকা (Guidelines) জারি করা হয়েছে কেন্দ্রের তরফে। আগামী অক্টোবর (October) থেকে ডিসেম্বর (December) মাস পর্যন্ত বাংলায় যে পরিমাণ কেরোসিন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র তা আগের বরাদ্দের প্রায় অর্ধেক। এতদিন বছরে ১ লক্ষ ৭৬ হাজার কিলোলিটার কেরোসিন পেত বাংলা। প্রতিমাসে বরাদ্দ (Allocation) ছিল ৫৮ হাজার ৬৬৮ কিলোলিটার। তবে অক্টোবর থেকে মাসিক বরাদ্দ গিয়ে দাঁড়াবে ২৯ হাজার ৪৪৪ কিলোলিটারে।

বাংলাকে বঞ্চনার (Deprivation) অভিযোগে ইতিমধ্যে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। বারবার কেন বাংলাকেই টার্গেট (Target) করা হয় সেই প্রশ্নও উঠছে। রাজনীতিগতভাবে (Politically Fight) লড়াই করতে না পেরে কেন্দ্রীয় সরকার এভাবেই বাংলার মানুষকে চরম বিপদের মুখে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ উঠছে। তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) প্রশ্ন, বাংলা কেন বঞ্চনার শিকার? জবাব দিক রাজ্যের বিজেপি নেতারা।

গত কয়েকবছরে কেরোসিনের দাম লাফিয়ে বেড়েছে। পাশাপাশি ভর্তুকিও (Subsidy) ছাঁটাই করেছে কেন্দ্র। তারমধ্যেই এবার বাংলার বরাদ্দ প্রায় অর্ধেক কমিয়ে দেওয়া হল। তবে কি কারণে কেন্দ্রের এমন সিদ্ধান্ত? তা এখনও পরিষ্কার নয়। বাংলায় বারবার রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মোকাবিলা না করতে পেরে উল্টে বঙ্গবাসীকে সর্বস্বান্ত করতে চাইছে কেন্দ্রীয় সরকার, এমনটাই মত বিশেষজ্ঞমহলের একাংশের। বাংলার রেশন ডিলারদের মতে, তাঁদের আর্থিক ক্ষতির পাশাপাশি চরম বিপাকে পড়বেন রাজ্যের দিন আনা দিন খাওয়া গরিব মানুষজন।

spot_img

Related articles

কোচের পর মোহনবাগানে বদল হবে বিদেশিও! কী বার্তা দিলেন লোবেরা?

মোহনবাগানের কোচের পদ থেকে ছাঁটাই হোসে মোলিনা। স্প্যানিশ কোচের সঙ্গে গোল্ডেন হ্যান্ডসেক সেরে সবুজ মেরুন ম্যানেজমেন্ট। মোহনবাগানের নতুন...

বৌভাতের মঞ্চেই ইনিউমারেশন! দুই দায়িত্বে নাজেহাল সৌম্যদীপ

বিয়ে ঠিক হয়েছিল অনেক আগেই। কিন্তু ঠিক সেই সময়েই রাজ্যে ঘোষিত হল SIR, আর তার সঙ্গে বাড়তি দায়িত্ব...

গঙ্গাসাগর মেলা পর্যালোচনায় বৃহস্পতিবার নবান্নে উচ্চস্তরীয় বৈঠকে মুখ্যমন্ত্রী 

গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতির খতিয়ান তুলতে বৃহস্পতিবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব...

হংকংয়ে সাতটি হাই-রাইজ অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১৪

ভয়াবহ ঘটনা হংকংয়ের হাউসিং কমপ্লেক্সে। পর পর সাতটি হাই-রাইজ অ্যাপার্টমেন্টে আগুন লেগে ইতিমধ্যেই ১৪ জনের মৃত্যু হয়েছে। এখনও...