বৃহস্পতিবার থেকে ট্রায়াল, পুজোর আগেই চালু জোকা- তারাতলা মেট্রো !

মেট্রো রেল (Metro Railway)সূত্রে খবর আসন্ন দুর্গা পুজোর প্রাক্কালে নন এসি (Non- AC)রেক দিয়ে এই ট্রায়াল রান করতে চায় মেট্রো কর্তৃপক্ষ। নোয়াপাড়া কারশেডে এই রেকগুলোর পরীক্ষাও সম্পন্ন হয়েছে। লাইন পাতার জন্য ছত্তিসগড় থেকে আনা হয়েছিল ৩০০০ মেট্রিক টন ইস্পাত।

পুজোর আগেই চালু হতে চলেছে জোকা থেকে তারাতলা মেট্রো (Joka- Taratala Metro)। আরভিএনএল (RVNL)সূত্রে খবর, জোকা ডিপো থেকে মাঝেরহাট পর্যন্ত প্রায় ১০ কিমি লাইন পাতার কাজ শেষ। পাশাপাশি জোকা ডিপো থেকে তারাতলা অবধি মেট্রোর স্টেশন বিল্ডিং নির্মাণের কাজ শেষ। এবার এই রুটে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই শুরু হতে চলেছে মেট্রোর ট্রায়াল রানের কাজ।

মেট্রো রেল (Metro Railway)সূত্রে খবর আসন্ন দুর্গা পুজোর প্রাক্কালে নন এসি (Non- AC)রেক দিয়ে এই ট্রায়াল রান করতে চায় মেট্রো কর্তৃপক্ষ। নোয়াপাড়া কারশেডে এই রেকগুলোর পরীক্ষাও সম্পন্ন হয়েছে। লাইন পাতার জন্য ছত্তিসগড় থেকে আনা হয়েছিল ৩০০০ মেট্রিক টন ইস্পাত। à§§à§® মিটার করে লম্বা এক একটি রেলের খন্ড আনা হয়েছিল। সেগুলিকেই জোড়া হয়। RVNL-সূত্রে খবর, জিন্দলদের ছত্তিসগড় কারখানা থেকে ট্রেনে করে শালিমার ইয়ার্ডে নিয়ে আসা হয়েছিল এই ইস্পাত। ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ সহ নানা উপকরণ দিয়ে বিশেষ প্রযুক্তিতে বানান এই ইস্পাত কয়েক মিনিট অন্তর ট্রেন চলাচলের পরেও ক্ষতিগ্রস্ত হবে না বলেই দাবি করা হয়েছে। ‘মোবাইল ফ্ল্যাশব্যাট ওয়েল্ডিং’ দিয়ে লাইন জোড়ার কাজও শেষ। জোকা থেকে তারাতলা অবধি হবে ট্রায়াল রান। সব ঠিক থাকলে পুজোর আগেই এই রুটের মেট্রো চলাচল শুরু হয়ে যাবে বলে আশা করছে মেট্রো রেল কর্তৃপক্ষ।