Monday, August 25, 2025

সীমান্তে গরুপাচার রোখার দায় বিএসএফের, স্থায়ী কমিটিতে স্বীকার বিজেপির

Date:

গরুপাচার ও চোরাচালান নিয়ে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে জবাবদিহি চাইল সংসদের স্বরাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি।সম্প্রতি এই বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়। বিষয় ছিল সীমান্ত রক্ষী বাহিনী তথা কেন্দ্রীয় বাহিনী হিসেবে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিএসএফের ভূমিকা।শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC) তো বটেই, প্রধান বিরোধী বিজেপির (BJP) এ রাজ্যের সাংসদও এই বিষয়ে প্রশ্ন তোলেন।যা রীতিমতো অস্বস্তিতে ফেলেছে বিজেপিকে।

সোমবার কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভির নেতৃত্বাধীন স্থায়ী কমিটির বৈঠকে ছিলেন বিএসএফের ডিজি পঙ্কজকুমার সিং,তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান ও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা লোকসভার সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তারা একযোগে সীমান্তে গরু পাচারের সমস্যার প্রসঙ্গ তোলেন। এবং এই সমস্যা সমাধানের দায়িত্ব যে বিএসএফের (BSF), সে কথাও স্বীকার করে নেওয়া হয় বিজেপির তরফে।

জানা গিয়েছে, সীমান্তে গরুপাচারের সমস্যা মেনে নেওয়া হয়েছে বিএসএফের তরফে। তারা যে সমস্যা সমাধানে নানা পদক্ষেপ করছে, সেই বিষয়টিও উল্লেখ করা হয়েছে। উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্তে বিএসএফের জওয়ানদের মাধ্যমে ধর্ষণের যে ঘটনা হয়েছিল সেই প্রসঙ্গও বৈঠকে তৃণমূলের তরফ থেকে তোলা হয়। জওয়ানদের এই অপরাধ এবং তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ায় ডিজি-র সামনেই কমিটির তরফে উদ্বেগ প্রকাশ করা হয়।

কমিটির তরফে পরামর্শও দেওয়া  হয়েছে, জওয়ানদের মানসিক স্বাস্থ্যের উপর নজর রাখতে হবে। পাশাপাশি বাংলার সীমান্তে গবাদি পশু উদ্ধার হওয়ার পরে কী ধরনের পদক্ষেপ করা হয়, সে সম্পর্কে বিস্তারিত নকশা পেশ করতেও বলা হয়েছে বিএসএফকে। এছাড়াও বাংলা সীমান্তে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে তাদের আপত্তির বিষয়টিও তুলে ধরা হয়।

 

Related articles

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...
Exit mobile version