Saturday, November 15, 2025

সীমান্তে গরুপাচার রোখার দায় বিএসএফের, স্থায়ী কমিটিতে স্বীকার বিজেপির

Date:

গরুপাচার ও চোরাচালান নিয়ে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে জবাবদিহি চাইল সংসদের স্বরাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি।সম্প্রতি এই বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়। বিষয় ছিল সীমান্ত রক্ষী বাহিনী তথা কেন্দ্রীয় বাহিনী হিসেবে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিএসএফের ভূমিকা।শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC) তো বটেই, প্রধান বিরোধী বিজেপির (BJP) এ রাজ্যের সাংসদও এই বিষয়ে প্রশ্ন তোলেন।যা রীতিমতো অস্বস্তিতে ফেলেছে বিজেপিকে।

সোমবার কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভির নেতৃত্বাধীন স্থায়ী কমিটির বৈঠকে ছিলেন বিএসএফের ডিজি পঙ্কজকুমার সিং,তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান ও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা লোকসভার সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তারা একযোগে সীমান্তে গরু পাচারের সমস্যার প্রসঙ্গ তোলেন। এবং এই সমস্যা সমাধানের দায়িত্ব যে বিএসএফের (BSF), সে কথাও স্বীকার করে নেওয়া হয় বিজেপির তরফে।

জানা গিয়েছে, সীমান্তে গরুপাচারের সমস্যা মেনে নেওয়া হয়েছে বিএসএফের তরফে। তারা যে সমস্যা সমাধানে নানা পদক্ষেপ করছে, সেই বিষয়টিও উল্লেখ করা হয়েছে। উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্তে বিএসএফের জওয়ানদের মাধ্যমে ধর্ষণের যে ঘটনা হয়েছিল সেই প্রসঙ্গও বৈঠকে তৃণমূলের তরফ থেকে তোলা হয়। জওয়ানদের এই অপরাধ এবং তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ায় ডিজি-র সামনেই কমিটির তরফে উদ্বেগ প্রকাশ করা হয়।

কমিটির তরফে পরামর্শও দেওয়া  হয়েছে, জওয়ানদের মানসিক স্বাস্থ্যের উপর নজর রাখতে হবে। পাশাপাশি বাংলার সীমান্তে গবাদি পশু উদ্ধার হওয়ার পরে কী ধরনের পদক্ষেপ করা হয়, সে সম্পর্কে বিস্তারিত নকশা পেশ করতেও বলা হয়েছে বিএসএফকে। এছাড়াও বাংলা সীমান্তে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে তাদের আপত্তির বিষয়টিও তুলে ধরা হয়।

 

Related articles

আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মের সার্ধশতবর্ষপূর্তিতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ইতিহাসের পাতায় মাতৃভূমির বীর পুত্র এবং কন্যাদের জন্ম প্রতিনিয়ত ভারতের চেতনার প্রকাশ ঘটিয়েছে। ভগবান বিরসা মুন্ডা নক্ষত্রমণ্ডলের অন্যতম...

দক্ষিণেশ্বর স্টেশনের কাছে সিগন্যালিংয়ের কাজ, ব্লু লাইনে মেট্রো চলছে বরাহনগর পর্যন্ত

সকাল সকাল ব্যাহত মেট্রো পরিষেবা (Metro Service Interrupted)। মেট্রো চলছে শহিদ ক্ষুদিরাম থেকে বরাহনগর পর্যন্ত। ব্লু লাইনে দক্ষিণেশ্বর...

শীতের অনুভূতিতে বাধা, কার্তিকের শেষ লগ্নে চড়বে পারদ জানালো হাওয়া অফিস

ভোররাত থেকে সকাল পর্যন্ত রাজ্যজুড়ে চলতে থাকার শীতের আমেজে এবার সাময়িক বিরাম। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)...

লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল ছাত্র!

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের (Delhi Blast near Red fort) ঘটনায় এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার...
Exit mobile version