Wednesday, November 26, 2025

পুলিশ গুলি চালাতে পারত কিন্তু সেটা কাম্য নয়: বিজেপির অভিযানকে তীব্র ভর্ৎসনা মমতার

Date:

কার্যক্ষেত্রে বিজেপির(BJP) নবান্ন অভিযান(Nabanna Aviyan) পুরোপুরি ‘ফ্লপ শো’ হলেও জায়গায় জায়গায় ফুটে উঠেছে বিজেপির অশান্তির ছবি। কোথাও পুলিশকে লাঠিপেটা করেছে বিজেপির গুণ্ডা বাহিনী কোথাও আগুন ধরানো হয়েছে পুলিশের(Police) গড়িতে। মঙ্গলবার বিজেপির এহেন রাজনৈতিক কর্মসূচিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বুধবার পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে পুলিশের উপর বিজেপির হামলা প্রসঙ্গে সুর চড়ালেন তিনি। জানালেন, “পুলিশ ইচ্ছা করলে গুলি চালাতে পারত। কিন্তু শান্তিপূর্ণভাবে পুরোটা কন্ট্রোল করেছে।”

মঙ্গলবার বিজেপির গুণ্ডাবাহিনীর হামলার মুখে পড়তে হয়েছিল কলকাতা পুলিশের এসিপি দেবজিৎ চট্টোপাধ্যায়কে। বর্তমানে হাসপাতালে ভর্তি তিনি। সেই ঘটনা উল্লেখ করে এদিনের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, তিনি ওই পুলিশকর্তার সঙ্গে কথা বলেছেন। তাঁর অস্ত্রোপচার করাতে হবে। এই ঘটনার রেশ টেনেই বিজেপিকে তোপ দেগে মমতা বলেন, “গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হতেই পারে। কিন্তু ট্রেন ভাড়া করে গুণ্ডা আনবে? ব্যাগে করে বোম নিয়ে আসবে, বন্দুক নিয়ে আসবে এটা আবার কী!” এছাড়াও পুলিশের গাড়িতে আগুন ধরানোর ঘটনায় নাম না করে বিজেপির ব্যাপক সমালোচনা করেন মমতা।

শুধু তাই নয় বিজেপির এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের সে কথা উল্লেখ করে মমতা বলেন, “কালকের ঘটনার জেরে বিপুল ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। কাল বড়বাজার, মঙ্গলহাট বন্ধ ছিল। পুজোর আগে যা ব্যবসায়ীদের ক্ষতির মুখে দাঁড় করিয়েছে।” পাশাপাশি প্রশাসনকে কড়া নির্দেশ দিয়ে মমতা বলেন, “যারা গতকাল রাজনৈতিক কর্মসূচির নামে সমাজবিরোধী কার্যকলাপ করেছে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”

Related articles

ভেরিফিকেশন পর্ব শেষ: বৃহস্পতিবার শুরু এসএসি-র ইন্টারভিউ প্রক্রিয়া

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিসেম্বরের মধ্যে এসএসসি-তে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে সব পদক্ষেপই নিয়েছে রাজ্য শিক্ষা দফতর...

চুক্তিভঙ্গ, যাত্রাভঙ্গ: হেলিকপ্টার সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ রাজ্য সরকারের

মুখ্যমন্ত্রীর মতুয়া গড়ে যাওয়া নির্দিষ্ট থাকলেও তাতে কী গুরুত্ব দেয়নি হেলিকপ্টার সংস্থা? শেষ মুহূর্তে তাদের বিমার সমস্যায় হেলিকপ্টারে...

কীভাবে SIR চক্রান্ত বাংলায়: বিজেপিকে তোপে বনগাঁ থেকে বোঝালেন মমতা

এসআইআরের নামে এনআরসি করার চক্রান্ত চলছে! এমনই তোপ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর জনসভা থেকে তিনি অভিযোগ করেন,...

মন্দিরবাজারের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ তৃণমূলের, শুভেন্দুকে কটাক্ষ সুদীপের

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে তৃণমূল কংগ্রেসের সভায় রবিবার জনস্রোত চোখে পড়ার মতো। সভার নেতৃত্বে ছিলেন তৃণমূলের মুখপাত্র সুদীপ...
Exit mobile version