Monday, August 25, 2025

হার নিশ্চিত! প্রধানমন্ত্রী পদ ছাড়লেন সুইডেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন

Date:

সুইডেনের সাধারণ নির্বাচনে (Sweden General Election) বেশ খানিকটা এগিয়ে রয়েছে রক্ষণশীল দলের জোট (Sweden Conservative Parties)। আর সেকারণেই চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই নিজের পরাজয় নিশ্চিত ভেবেই পদ ছাড়লেন সুইডেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন (Prime Minister Magdalena Anderson)। গত রবিবারই সুইডেনে সাধারণ নির্বাচন (General Election) হয়। সেই নির্বাচনেই খারাপ ফলাফলের আঁচ পেতেই পদ ছাড়লেন অ্যান্ডারসন। মাগডালেনা অ্যান্ডারসনের জায়গায় নতুন প্রধানমন্ত্রী হতে পারেন মডারেট পার্টির নেতা (Moderate Party) উলফ ক্রিস্টারসন (Ulf Kristerson)।

সম্প্রতি সুইডেনের রাজধানী স্টকহোমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী মাগডালেনা জানান, “সংসদে রক্ষণশীল দল আমাদের থেকে এক বা দুটি আসনে এগিয়ে থাকবে। ব্যবধান কম হলেও সংখ্যাগরিষ্ঠতার বিচারে এগিয়ে থাকবে রক্ষণশীলরাই। তাই আমি নির্বাচনের ফলাফল মেনে নিয়ে পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।“ এদিকে বুধবার পর্যন্ত ৯৯ শতাংশ নির্বাচনী এলাকার ভোট গণনা শেষে দেখা যাচ্ছে মডারেট, সুইডেন ডেমোক্র্যাটস, ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট ও লিবারেলদের জোট পার্লামেন্টে ৩৪৯ আসনের মধ্যে ১৭৬টি আসনে জয় পেতে পারে। অন্যদিকে ১৭৩টি আসনে জয় পেতে পারে প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসনের নেতৃত্বাধীন মধ্য বামপন্থীরা।

গত বছরের নভেম্বর সুইডেনের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা মাগডালেনা অ্যান্ডারসন। ৫৪ বছর বয়সী মাগডালেনা অ্যান্ডারসনই দেশটির প্রথম মহিলা প্রধানমন্ত্রী। অ্যান্ডারসনের সোশ্যাল ডেমোক্র্যাটস (Social Democrats) দীর্ঘ ৮ বছর ধরে দেশটিতে ক্ষমতায় রয়েছে।

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version