Wednesday, November 12, 2025

জাতীয় সঙ্গীত থেকে ‘উৎকল-বঙ্গ’ বাদ, এই ভুল মারাত্মক! যোগী সরকারকে ভর্ৎসনা মমতার

Date:

Share post:

সম্প্রতি উত্তরপ্রদেশে (Uttar Pradesh) স্কুলের পাঠ্য বইতে (Study Material) জাতীয় সঙ্গীত (National Anthem) থেকে বাদ যায় ‘উৎকল’ (Utkal) এবং ‘বঙ্গ’ (Bengal) দুটি শব্দ। ইতিমধ্যে উত্তরপ্রদেশ সরকারের (Uttar Pradesh Government) এমন পদক্ষেপে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বৃহস্পতিবার এই ইস্যুতে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন খড়গপুর স্টেডিয়ামে (Kharagpur Stadium) সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে মমতার অভিযোগ, এটা একটা মারাত্মক ভুল। এই ভুল কী করে হয়! পাশাপাশি এদিন অনুষ্ঠানের একদম শেষে জাতীয় সঙ্গীত গেয়ে সেই ভুল সংশোধনের (Correction) কথা মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তরপ্রদেশে প্রায় আড়াই থেকে তিন লক্ষ সরকারি স্কুলে বিনামূল্যে দেওয়া পঞ্চম শ্রেণীর পাঠ্য বইতে ছাপা জাতীয় সঙ্গীত থেকে ‘উৎকল’ এবং ‘বঙ্গ’ দুটি শব্দ বাদ দেওয়া হয়। বইটি উত্তরপ্রদেশের কৌশাম্বির স্কুলে দেওয়ার পরই বিষয়টি প্রকাশ্যে আসে। তোলপাড় হয় রাজ্য তথা জাতীয় রাজনীতিতে। যোগী সরকারের এমন পদক্ষেপকে ‘ইচ্ছাকৃত’ ভুল বলেই কটাক্ষ শুরু করে বিরোধীরা। এদিন সেই প্রসঙ্গ টেনেই মমতা বলেন, জানি না এখন কী পরিস্থিতি। ওঁরা বলছে ভুল হয়েছে। এরপরই মমতা বলেন, যদি ভুলই হয়ে থাকে তবে আগামী দিনে এমন ভুল হওয়া একেবারেই উচিত নয়। এই ভুল মারাত্মক। এমন ভুল কী করে হয়? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

তবে বিষয়টি জানাজানি হতেই আসরে নেমে বিষয়টিতে সরকারের কোনও দোষ নেই বলে সাফ জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার। যোগী রাজ্যের প্রশাসনের দাবি, সরকার নয় প্রকাশক সংস্থাই এই মারাত্মক ভুল করেছে। জাতীয় সঙ্গীতে ভুল নজরে আসার পরই ওই বইগুলি বদলে দেওয়া হয়েছে বলে দাবি সরকারের। বিষয়টি নিয়ে তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। তবে স্কুলে বইগুলি দেওয়ার আগে কেন তা পরীক্ষা করে দেখলেন না দায়িত্বে থাকা আধিকারিক? সেই প্রশ্ন কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই বিতর্কেই সরব মমতা।

 

spot_img

Related articles

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...

কেন হাসপাতালে ভর্তি হতে হল, ছাড়া পেতেই নিজেই জানালেন গোবিন্দা

বুধের ভোরে ব্রেকিং নিউজ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দা (Govinda)। কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখার পর তাঁকে...

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কান্দিতে চাঞ্চল্য, দগ্ধ ৬

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে (Gas Cylinder Blast) ভয়ানক দুর্ঘটনা মুর্শিদাবাদের কান্দিতে (Kandi Murshidabad)। বুধবার, রান্নার সময় আচমকা গ্যাস সিলিন্ডার...

KIFF: গাধার নীরব দৃষ্টি দিয়ে মানুষের আত্মার প্রতিবিম্ব দেখাল পোল্যান্ডের ছবি ‘ইও’ 

তারিখ মিলিয়ে ফিল্ম ফেস্টিভ্যালের (KIFF 2025) সপ্তম দিন হলেও চলচ্চিত্র উৎসব আবহে নন্দন-রবীন্দ্র সদন চত্বরে আজ যেন নবমীর...