Monday, May 19, 2025

আফগানিস্তানে নেই জঙ্গি প্রধান মাসুদ আজহার, পাকিস্তানকে জানালো তালিবান

Date:

Share post:

জঙ্গিসংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহার(Maulana Masood Azhar) আফগানিস্তানে লুকিয়ে রয়েছে। এমনটাই জানিয়ে আফগানিস্তানের তালিবান সরকারকে মাসুদকে খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানিয়েছিল পাকিস্তান(Pakistan)। যদিও তার জবাবে আফগান সরকার জানিয়ে দিল মাসুদ আফগানিস্তানে(Afghanistan) নেই। তালিবান মুখপাত্র জবিউল্লা মুজাহিদ বৃহস্পতিবার বলেছেন, ‘‘মাসুদ আজহার আফগানিস্তানের মাটিতে নেই। সে কথা আমরা জানিয়েও দিয়েছি।’’

আফগানিস্তানের নঙ্গরহার বা কুনার এলাকায় মাসুদ লুকিয়ে থাকতে পারেন জানিয়ে তালিবান সরকারের চিঠি পাঠানো হয়েছিল ইসলামাবাদের তরফে। যদিও আন্তর্জাতিক মহলের অনুমান, এফএটিএফ-এর ধূসর তালিকা থেকে বেরোনোর উদ্দেশ্যে জঙ্গিগোষ্ঠীগুলির বিরুদ্ধে লোকদেখানো তৎপরতা শুরু করতে চাইছে পাকিস্তান। সে কারণেই তালিবান সরকারকে ওই চিঠি। অক্টোবর মাসে এফএটিএফ-এর প্লেনারি রয়েছে। তার আগে ‘তৎপরতা’ দেখানোই পাকিস্তানের উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। গত বছর পাকিস্তানের গুজরানওয়ালার সন্ত্রাস বিরোধী আদালত (অ্যান্টি টেররিজম কোর্ট) নাশকতায় আর্থিক মদত দেওয়ার অভিযোগের একটি মামলায় মাসুদ-সহ জইশ-ই-মহম্মদের কয়েক জন জঙ্গির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। যদিও পাক সরকারের তরফে তখন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। এরপর এফএটিএফ-এর তরফে পাকিস্তান ধূসর তালিকাভুক্ত হতেই শুরু হয়েছে লোক দেখানো তৎপরতা।

অবশ্য মাসুদ আফগানিস্তানে রয়েছে বলে পাকিস্তানে তরফে যে দাবি করা হচ্ছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় রয়েছে ভারতের। গোয়েন্দাদের অনুমান, আইএসআইয়ের তত্ত্বাবধানে পাকিস্তানে বহাল তবিয়তে রয়েছে মাসুদ। এমনকি এই আইএসআই মাসুদকে রাওয়ালপিন্ডের হাসপাতালে নিয়ে যাওয়া আসা করে।

spot_img

Related articles

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...

বাংলার বদনামের প্রতিবাদ করুন: শিল্পমহলকে আহ্বান মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্প হয় না। বারবার এই অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু একের পর একর বাণিজ্য সম্মেলন ও শিল্পস্থাপনই প্রমাণ...

ইংল্যান্ড সফরে বিরাটকে অধিনায়ক দেখতে চেয়েছিলেন শাস্ত্রী

বিরাট কোহলির(Virat Kohli) অবসরের সিদ্ধান্ত আগেই রবি শাস্ত্রীকে(Ravi Shastri) বিষ্মিত করেছিল। তখন অবশ্য কিছু বলেননি তিনি। অবশেষে প্রিয়...