Wednesday, December 17, 2025

আফগানিস্তানে নেই জঙ্গি প্রধান মাসুদ আজহার, পাকিস্তানকে জানালো তালিবান

Date:

Share post:

জঙ্গিসংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহার(Maulana Masood Azhar) আফগানিস্তানে লুকিয়ে রয়েছে। এমনটাই জানিয়ে আফগানিস্তানের তালিবান সরকারকে মাসুদকে খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানিয়েছিল পাকিস্তান(Pakistan)। যদিও তার জবাবে আফগান সরকার জানিয়ে দিল মাসুদ আফগানিস্তানে(Afghanistan) নেই। তালিবান মুখপাত্র জবিউল্লা মুজাহিদ বৃহস্পতিবার বলেছেন, ‘‘মাসুদ আজহার আফগানিস্তানের মাটিতে নেই। সে কথা আমরা জানিয়েও দিয়েছি।’’

আফগানিস্তানের নঙ্গরহার বা কুনার এলাকায় মাসুদ লুকিয়ে থাকতে পারেন জানিয়ে তালিবান সরকারের চিঠি পাঠানো হয়েছিল ইসলামাবাদের তরফে। যদিও আন্তর্জাতিক মহলের অনুমান, এফএটিএফ-এর ধূসর তালিকা থেকে বেরোনোর উদ্দেশ্যে জঙ্গিগোষ্ঠীগুলির বিরুদ্ধে লোকদেখানো তৎপরতা শুরু করতে চাইছে পাকিস্তান। সে কারণেই তালিবান সরকারকে ওই চিঠি। অক্টোবর মাসে এফএটিএফ-এর প্লেনারি রয়েছে। তার আগে ‘তৎপরতা’ দেখানোই পাকিস্তানের উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। গত বছর পাকিস্তানের গুজরানওয়ালার সন্ত্রাস বিরোধী আদালত (অ্যান্টি টেররিজম কোর্ট) নাশকতায় আর্থিক মদত দেওয়ার অভিযোগের একটি মামলায় মাসুদ-সহ জইশ-ই-মহম্মদের কয়েক জন জঙ্গির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। যদিও পাক সরকারের তরফে তখন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। এরপর এফএটিএফ-এর তরফে পাকিস্তান ধূসর তালিকাভুক্ত হতেই শুরু হয়েছে লোক দেখানো তৎপরতা।

অবশ্য মাসুদ আফগানিস্তানে রয়েছে বলে পাকিস্তানে তরফে যে দাবি করা হচ্ছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় রয়েছে ভারতের। গোয়েন্দাদের অনুমান, আইএসআইয়ের তত্ত্বাবধানে পাকিস্তানে বহাল তবিয়তে রয়েছে মাসুদ। এমনকি এই আইএসআই মাসুদকে রাওয়ালপিন্ডের হাসপাতালে নিয়ে যাওয়া আসা করে।

spot_img

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...