Monday, August 25, 2025

কিছুদিন আগেও একে অপরকে আক্রমণের নিশানায় বিদ্ধ করতেন ভোট কুশলী প্রশান্ত কিশোর(Prashant Kishor) ও জেডিইউ(JDU) প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার(Nitish Kumar)। তবে সম্পর্কের তিক্ততা দূরে সরিয়ে বুধবার হঠাৎ পুরনো সঙ্গীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিহারের মুখ্যমন্ত্রী(Bihar CM)। হাসি মুখে তুললেন ছবি। এরপরই বিহার রাজনীতিতে জল্পনা শুরু হল, ২৪-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে ঘুটি সাজাচ্ছেন নীতীশ সেখানে পিকের ভুমিকা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে তা আন্দাজ করেই ‘তিক্ততা’ সরিয়ে ‘মিষ্টতা’কেই প্রাধান্য দিচ্ছেন জেডিইউ প্রধান।

বুধবার রাতে নীতীশ কুমারের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। দু’জনের এই সাক্ষেতের পিছনে মুখ্য ভুমিকায় ছিলেন তৃণমূল নেতা তথা নীতীশের একসময়ের ছায়াসঙ্গী পবন বর্মা (Pawan Verma)। জানা গিয়েছে প্রায় ৪৫ মিনিট কথা হয় দু’জনের। তবে বৈঠকে আলোচনার বিষয় নিয়ে কেউই স্পষ্ট করে কিছু না জানালেও রাজনৈতিক মহলের অনুমান, বিজেপির সঙ্গ ত্যাগের পর প্রধানমন্ত্রী মুখ হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা চালাচ্ছেন নীতীশ। আর সেখানেই সাফল্য পেতে পিকের তীক্ষ্ণ মস্তিস্ককে ব্যবহার করতে চাইছেন নীতীশ।

এদিকে বৈঠকের কথা স্বীকার করে নিলেও পিকের সঙ্গে বিশেষ কোনও আলোচনা হয়নি বলেই দাবি নীতীশের। তিনি বলেন, “আমরা কথা বলেছি। তবে বিশেষ কিছু নিয়ে নয়। সাধারণ কথাবার্তা। এমন নয় যে আমাদের এটা করা উচিত, ওটা করা উচিত। এসব নিয়ে আলোচনা হয়নি। আমরা একে অপরকে দীর্ঘদিন ধরে চিনি। সুতরাং আমাদের দেখা হওয়াটা অন্যায় নিশ্চয় নয়।” আর পিকে পুরোপুরি সংবাদমাধ্যমকে এড়িয়ে গিয়েছেন। কিন্তু ঘটনা হল, নীতীশ কুমার বিজেপি (BJP) শিবির ছেড়ে বিরোধী শিবিরে নাম লেখানোর কিছুদিন আগেও পিকের সঙ্গে দেখা করেছিলেন। তারপরই তাঁর শিবির বদলের সিদ্ধান্ত। ওয়াকিবহাল মহলের ধারণা, নীতীশের শিবির বদলের নেপথ্যেও কোথাও না কোথাও পিকে’র মস্তিষ্ক কাজ করেছে। সুতরাং, এই দুই কৌশলীর বৈঠক অরাজনৈতিক হবে না বলেই ধারণা রাজনৈতিক মহলের।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version