Friday, November 7, 2025

কর্মসংস্থানে বাংলাকে ১ নম্বরে নিয়ে যাব: খড়্গপুরে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

লক্ষ্য শিল্প-কর্মসংস্থান। তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই এই উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো স্কিল ট্রেনিং দিয়ে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার, কারিগরি শিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের চাকরির নিয়োগপত্র প্রদান করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি উৎকর্ষ প্রকল্পের অধীন জব ফেয়ারের উপযোগিতা তুলে ধরেন। মমতা বলেন, এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়। মুখ্যমন্ত্রীর ঘোষণা, আগামী ৪-৫বছরে মধ্যে কর্মসংস্থানে দেশের মধ্যে একনম্বর হবে বাংলা।

দেশের কারিগরি প্রশিক্ষণে বাংলা ১ নম্বরে। মুখ্যমন্ত্রী জানান, বাংলায় বেকারত্বের সংখ্যা কমিয়েছে। “বাংলায় স্বপ্নের ভোর, স্বপ্নের প্রত্যয় নিয়ে আসবে বাংলায়।” তিনি বলেন, দেশে যখন বেকাত্ব ৪০ শতাংশ বেড়েছে, তখন বাংলায় ৪০ শতাংশ চাকরি বেড়েছে। ‘‘শিলিগুড়ির কর্মসূচিতে আমি থাকব। বীরভূম, মুর্শিদাবাদ, মালদহের ছেলেমেয়েদের অনলাইনে দেওয়া হবে।’’ এদিনের কর্মসূচি থেকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ার ১৯টি প্রকল্পের উদ্বোধন এবং ৬ টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে জঙ্গলমহলের জেলাগুলিতে পর্যটনের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবে রাজ্য। তাতেও বাড়বে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে মত মমতার। ৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে রাজ্যে। পুজোর আগে সব জেলা মিলিয়ে পুজোর আগে কারিগরি শিক্ষায় প্রশিক্ষণপ্রাপ্ত মোট ৩০ হাজার জনের হাতে চাকরির নিয়োগপত্র দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, দেউচা পাঁচামিতে একলক্ষ কর্মসংস্থান হবে। কিন্তু সেই প্রকল্প বাস্তবায়নের পথে বাধা দিচ্ছে বিজেপি-সিপিএম। ইউক্রেনের যুদ্ধে বাংলার ছাত্রছাত্রীদের রাজ্যে ফিরিয়ে এনে তাঁদের ভবিষ্যৎ সুগম করেছেন বলেও জানান মমতা।

 

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...