এএফসির রোডম্যাপ পিছিয়ে যাওয়া খবর নিয়ে এবার বার্তা এআইএফএফ-এর

এএফসির পূর্বনির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, পরের মরশুম থেকে আইলিগ চ্যাম্পিয়নরা সরাসরি আইএসএলে যোগ্যতা অর্জন করবে।

বুধবার নয়াদিল্লিতে এফএসডিএল-এর (FSDL সঙ্গে বৈঠকে বসে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। এই বৈঠকের পরই একটি জল্পনা ছড়ায় যে এই বৈঠকে এএফসির প্রদত্ত রোডম্যাপ আরও দুই বছর পিছিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। যার ফলে  দুই মরশুম পরে আইলিগ চ্যাম্পিয়নরা আইএসএলে উঠতে পারবে, এবং তারও দুই মরশুম পর আইএসএলে আসবে অবনমন। আর এবার এই জল্পনাকে নিয়ে এক বিবৃতি দিল এআইএফএফ।

 

এক বিবৃতিতে এআইএফএফ জানিয়েছে, “এএফসি রোডম্যাপ নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভুয়ো। এই খবরের কোনও ভিত্তি নেই এবং কোনও কর্মকর্তার বক্তব্যও এতে নেই।”

এএফসির পূর্বনির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, পরের মরশুম থেকে আইলিগ চ্যাম্পিয়নরা সরাসরি আইএসএলে যোগ্যতা অর্জন করবে। এবং দুই মরশুম পর, আইএসএলের একটি দল অবনমিত হবে আইলিগে। কিন্তু বুধবার বৈঠকের পর জল্পনা ছড়ায়, রোডম্যাপ আরও দুই বছর পিছোতে পারে। অর্থাৎ দুই মরশুম পরে আইলিগ চ্যাম্পিয়নরা আইএসএলে উঠতে পারবে, এবং তারও দুই মরশুম পর আইএসএলে আসবে অবনমন। আর এই নিয়েই নিজেদের অবস্থান স্পষ্ট করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

আরও পড়ুন:সুপ্রিম কোর্টের রায়ের পরই বোর্ডকে তোপ লোধার

 

Previous articleনিয়োগের দাবিতে বাম ছাত্র সংগঠনের পুরসভা অভিযান, ধর্মতলায় ধুন্ধুমার
Next articleকর্মসংস্থানে বাংলাকে ১ নম্বরে নিয়ে যাব: খড়্গপুরে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর