Thursday, January 8, 2026

Dengue: ডেঙ্গির সঙ্গে মিশছে করোনা, চিন্তায় কলকাতা পুরসভা

Date:

Share post:

ডেঙ্গি (dengue) নিয়ে বাড়ছে চিন্তা , দুর্গা পুজোর (Durga Puja)আগেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ডেঙ্গি পরিস্থিতি নিয়ে চিন্তায় রাজ্যের স্বাস্থ্য দফতর (Health Department)। হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, উদ্বেগ বাড়াচ্ছে ক্রমবর্ধমান মৃত্যু হার। এর মাঝেই নতুন করে ডেঙ্গুর চরিত্র নিয়ে বৈঠক করছে কলকাতা পুরসভা (KMC)। প্লেটলেট কমছে না কিন্তু অক্সিজেনের ঘাটতি চোখে পড়ছে ডেঙ্গুর এই নতুন ভ্যারিয়েন্টে। এবার কি ডেঙ্গু মিশছে করোনা ভাইরাসে? শুক্রবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) কথাতেও শোনা গেল সেই আশঙ্কার সুর। সম্প্রতি এক ডেঙ্গি আক্রান্ত শিশুর রিপোর্টের কথাও এদিন উল্লেখ করেন ফিরহাদ হাকিম। সেই রিপোর্টে দেখা গিয়েছে, শিশুটির শরীরে প্লেটলেট কমছে না। কিন্তু অক্সিজেন কমে যাচ্ছে।

ক্রমাগত উদ্বেগ বাড়ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে। ডেঙ্গির চরিত্র বদল নিয়ে চিন্তায় পুরনিগম। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরকে এই বিষয়টি জানিয়েছেন ফিরহাদ হাকিম। মেয়র জানান, ডেঙ্গির চরিত্রে বদল এসেছে বলে মনে করা হচ্ছে। তিনি জানান আগে পুরসভা গাপ্পি মাছ ছাড়ত, পাশাপাশি এলাকা পরিষ্কার রাখার কথা বলা হত। এখন একটা নতুন কোনও স্ট্রেন এসেছে। ফলে ডেঙ্গি মিউটেট করছে। যার ফলে এমন কিছু উপসর্গ দেখা যাচ্ছে যা সাধারণত আগে দেখা যেত না। এর থেকেই সন্দেহ বাড়ছে যে হয়তো ডেঙ্গি মিশে যাচ্ছে করোনার সঙ্গে। ঠিক এমন আশঙ্কাই প্রকাশ করেছেন মেয়র। ডেন-৩ তো ডেঙ্গির একটি মিউটেটেড ফর্ম , স্বীকার করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে যেহেতু দুটো ভাইরাসের চরিত্র সম্পূর্ণ আলাদা তাই মিশে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম বলে মত চিকিৎসকদের। তবে যদি এমন ঘটনা ঘটতে থাকে তাহলে বড় বিপর্যয় আসতে চলেছে বলে মনে করছেন ডাক্তাররা, কারণ এই রোগের কোনও চিকিৎসা আপাতত নেই।

spot_img

Related articles

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...

আইএসএলের জন্য তিন ক্লাবকে শুভেচ্ছা মমতার, ক্রীড়া সংস্থাগুলিকে আর্থিক সহায়তা সরকারের

রাজ্যের খেলাধুলার উন্নয়নে ফের একবার এগিয়ে সরকার। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন(BOA) স্বীকৃত রাজ্যের ২৯টি ক্রীড়া সংস্থাকে আর্থিক সহায়তা দিল...

কেন্দ্রের অপরিকল্পিত সিদ্ধান্তের অভিঘাতে প্রাণহানি! ফের এসআইআর আতঙ্কে মৃত্যু রাজ্যে

ফের কেন্দ্রের অপরিকল্পিত সিদ্ধান্তের বলি বাংলার আরও চার নাগরিক। উত্তর ২৪ পরগনার বারাসত, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, দিনহাটা ১...

রূপনারায়ণে পলি জমা রুখতে ড্রেজিং শুরু, কোলাঘাট বিদ্যুৎকেন্দ্র রক্ষায় পদক্ষেপ রাজ্যের

রূপনারায়ণ নদীতে পলি জমে জলপ্রবাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দূর করতে এবং কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন নির্বিঘ্ন রাখতে...