কয়লা পাচার মামলায় শুক্রবার আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করে সিআইডি। কিন্তু চিঠি দিয়ে সিআইডি হাজিরা এড়ালেন দাপুটে বিজেপি নেতা। পাশাপাশি, এই মামলায় তাঁকে কেন ডাকা হচ্ছে, এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন আসানসোলের প্রাক্তন মেয়র।
আরও পড়ুন:কয়লা পাচার কাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব সিআইডির
জানা গেছে, অন্ডালের একটি পুরনো মামলায় শুক্রবার সকালে ভবানী ভবনে তাঁকে তলব করেছিল সিআইডি। বিজেপি নেতার বক্তব্য, তিনি আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র। অন্ডাল আসানসোল পুর এলাকার মধ্যেও পড়ে না। এই প্রেক্ষিতে কেন তাঁকে ডাকা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা। সূত্রের খবর, তিনি জানিয়েছেন, এই ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ হবেন। হাইকোর্ট যে নির্দেশ দেবে, সেই মতোই তিনি চলবেন।
কয়লা পাচার মামলায় আসানসোল এলাকা থেকে বেশ কয়েকজন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এমনকি ২০১৯-২০২১ পর্যন্ত খনি এলাকার দায়িত্বে থাকা কিছু কর্মী আধিকারিককে জেরা করা হয়। তাদেরকে জেরা করেই উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। সেই সূত্র ধরেই বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করে সিআইডি। সিআইডি সূত্রের খবর, শুধু জিতেন্দ্র তিওয়ারিই নন পাশাপাশি আসানসোল জেলা বিভাগীয় ইনচার্জ বিদ্যাসাগর চক্রবর্তী, আসানসোলের বিজেপি নেতা সুব্রত মিশ্র, বাঁকুড়া জেলার প্রাক্তন বিজেপি সভাপতি বিবেকানন্দ পাত্রকেও নোটিস পাঠানো হয়েছে।
