Monday, August 25, 2025

প্রথম দর্শনে প্রেমে (Love at first sight) পড়ার ঘটনা শুধুই কি কাব্যে ঘটে? বাস্তবেও যে এক পলকের দেখায় প্রেম হয় আর তা গড়ায় বিয়ের মণ্ডপ পর্যন্ত, তার প্রমাণ মিলল প্রেমের শহর প্যারিসে (Paris)। একেবারে রূপকথার গল্পের মতই প্রেমে পড়লেন আফ্রিকান বংশোদ্ভূত দুই তরুণ-তরুণী।

এক পলকে একটু দেখা হয়েছিল মেট্রো তে (Metro)। ব্যাস সেখানেই লাভ অ্যাট ফার্স্ট সাইট ! তরুণীর নাম অ্যান্ডি (Andy)। জন্ম হাইতিতে হলেও বেড়ে ওঠা বড় হওয়া সবটাই অমেরিকায় (America)। নেদারল্যান্ডসের আমস্টারডামেই স্নাতকোত্তর ডিগ্রি লাভ। একটু ছুটি উপভোগ করতে ওয়ার্ল্ড ট্যুর করার ভাবনা। ইচ্ছে ছিল ইটালি, গ্রিস, মিশর এবং ভারত ভ্রমণ। কিন্তু কে জানত বিধাতার কী ইচ্ছে! প্যারিসে বন্ধুর বাড়ি যাওয়ার পথে মেট্রোয় চড়েন অ্যান্ডি। সিটে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। হঠাৎ চোখ পড়ল উল্টোদিকের এক তরুণের দিকে। প্রথম দর্শনেই এক রাশ ভাল লাগা মনের কোণে ভিড় করে তরুণীর। পাশে রাখা নিজের ব্যাগ সরিয়ে যেন অজান্তেই তরুণকে বসার ইঙ্গিত দিয়েছিলেন অ্যান্ডি। । সিট ফাঁকা হতেই উল্টো দিক থেকে তাঁর পাশে এসে বসেন ওই তরুণ। কথায় কথায় একে অন্যের সঙ্গে পরিচয় বাড়ে। নিছক কথোপকথনের জন্যই ফোন নম্বর দেয়া নেয়া। তরুণের নাম স্টিভেন। তিনিও জন্মসূত্রে আফ্রিকার অধিবাসী তবে পড়াশোনার জন্য প্যারিসে থাকেন। মেট্রোর কামরায় যে গল্পটা শুরু হয়েছিল সেটা বাড়তে বাড়তে বন্ধুত্বের নাম নেয়। আর সেখান থেকে এক ছাদের নিচে দুজনের একসঙ্গে থাকার প্রতিশ্রুতি তৈরি হয়। তারপর বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া। যখন এই ট্যুর শুরু করেছিলেন অ্যান্ডি তখনও ভেবেছিলেন তিন দিনের বেশি থাকবেন না প্যারিসে। কিন্তু এক পলকের একটু দেখা বদলে দিল সব কিছু। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই তরুণ তরুণীর প্রেমের কাহিনী।

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version