ওহ লাভলি! বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি উড়িয়ে বিজেপিকে ভোকাট্টা করলেন মদন মিত্র

0
1

বিশ্বকর্মা পুজো মানেই বাংলার আকাশে নানা রংয়ের ঘুড়ি। হওয়ার টানে সেই ঘুড়িতে ঘুড়িতে উড়ন্ত লড়াই। বছরের পর বছর ধরে এই ট্র্যাডিশন চলে আসছে। তবে এবার আবহাওয়ার খামখেয়ালিপনা ও প্রবল বর্ষণে বিশ্বকর্মা পুজোর সকালে ঘুড়ি ওড়ানোর মজা কিছুটা মাটি হয়েছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই এক সুযোগে ঘুড়ি ওড়ালেন তৃণমূল বিধায়ক মদন মিত্র।

এদিন তাঁর কামারহাটির বাড়ির ছাদ থেকে বেশ কিছুক্ষণ ঘুড়ি ওড়ান তৃণমূলের চিররঙিন নেতা। ধুতি-পাঞ্জাবি পড়ে লাটাই হাতে ঘুড়ি ওড়াতে দেখা যায় মদন মিত্রকে। আর ঘুড়ি ওড়াতে ওড়াতেই মদন মিত্রের দাবি, আকাশে কোনও বিজেপির ঘুড়ি নেই। সবই তৃণমূলের। বিজেপি দুর্গা পুজো, কালী পুজোও করে না, ঘুড়িও ওড়ায় না। আসলে বিজেপি একটি ভোকাট্টা দল। এদিন মদন মিত্রের মুখে তাঁর বিখ্যাত “ওহ, লাভলি” শব্দবন্ধনীও শোনা যায়।

যে বাড়ির ছাদ থেকে মদন ঘুড়ি ওড়াচ্ছিলেন, সেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল দক্ষিণেশ্বর মন্দির। তবে এদিন ভবানীপুর নর্দান পার্কে মদন মিত্রের একটি কর্মসূচি বাতিল হয়ে যায় ভারী বর্ষণের কারণে। যেখানে তৃণমূলের এই বর্ষীয়ান নেতা à§§à§« ফুটের এক বিশাল ঘুড়ি ওড়ানোর কথা ছিল। সেই ঘুড়িতে বিশেষ দু’জনের ছবি থাকত। নিজেই সেই ঘুড়ি ভোকাট্টা করে দুজনকে আকাশে ফুৎকারে উড়িয়ে দিয়ে মদন মিত্র গেয়ে উঠতেন “ডোন্ট টাচ মি”।