ধর্মতলায় বামেদের ‘ইনসাফ সভা’, মীনাক্ষীর নামে তৈরি নতুন হ্যাশট্যাগ

0
3

বাম ব্রিগেডের অন্যতম মুখ তরুণ তুর্কি ডিওয়াইএফআই-এর (DYFI) রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। এখন তিনি বামেদের তরুণ প্রজন্মের (Young generation) কাছে ‘ক্যাপ্টেন’ (Captain)। ২০ সেপ্টেম্বর ধর্মতলায় বামেদের ‘ইনসাফ সভা’ (Insaaf Rally)। মূলত, বাম ছাত্র নেতা আনিস খান(Anis Khan) ইস্যু থেকে শুরু করে চাকরিপ্রার্থীদের দাবি-দাওয়া সবকিছুকে সামনে রেখেই মঙ্গলবার ধর্মতলায় সভা করতে চলেছে বামেরা। আর ‘হাইভোল্টেজ’ সেই সভার আগে এবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) তৈরি হ্যাশট্যাগ (Hashtag)। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে মীনাক্ষীর ছবি, সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখা ‘ডেকেছে ক্যাপ্টেন’।

মীনাক্ষী জানিয়েছেন, কমিউনিস্টদের (Communist) লড়াই ও আন্দোলনে নির্দিষ্ট কোনও ব্যক্তির ভূমিকা থাকে না। নীতির উপরে লড়াই হয়। সেই লড়াইটাই হচ্ছে। তবে ২০ সেপ্টেম্বর সভাস্থলের অনুমতি ঘিরে জটিলতা তৈরি হয়েছে। পুলিশ এখনও সভার অনুমতি দেয়নি। ধর্মতলায় ২০ সেপ্টেম্বরের সভার দায়িত্ব সংগঠনের ছাত্র-যুবদের হাতেই। তবে সাম্প্রতিককালে মীনাক্ষী যেখানেই গিয়েছেন, সেখানেই দলীয় কর্মী ও সমর্থকদের ভিড় জমান। যদিও বামেদের সভার সেই ইভিএমে ছাপ ফেলতে পারেনি। এদিকে বৃহস্পতিবার কলকাতা কর্পোরেশনে স্বচ্ছ নিয়োগের দাবিতে বামপন্থী ছাত্র-যুব সংগঠনগুলির মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে শহরের রাজপথ। পুলিশের সঙ্গে বাম ছাত্র-যুবদের ধস্তাধস্তির জেরে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় ধর্মতলা চত্বরে।

মঙ্গলবারের মত সপ্তাহের কর্মব্যস্ত দিনে কোনওভাবেই শহরকে স্তব্ধ করতে দিতে চায় না কলকাতা পুলিশ (Kolkata Police)। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পরিকল্পনা। তরুণ নেতা-নেত্রীদের নিয়ে বামদের এই চাল আর যাই হোক মানুষ মেনে নেবে না বলেই মত বিরোধী শিবিরের। আর সেকারণেই ‘লাস্ট বয়দের’ এত গুরুত্ব দিতে নারাজ শাসকদল।