Tuesday, May 13, 2025

বিশ্বকর্মা পুজো মানেই উৎসবের (festival) আনন্দের সূচনা। ঢাকে কাঠি পড়ে গেছে, জমজমাট পুজোতে যাতে দর্শনার্থীদের কোনও অসুবিধা না হয় সেই কথা ভেবে এবার বড় ঘোষণা কলকাতা মেট্রোর (Kolkata Metro)। সপ্তমী থেকে নবমী অর্থাৎ পুজোর তিনদিন সারারাত চলুক ঠাকুর দেখা কারণ মেট্রো চলবে সারারাত। করোনা (Corona) কাটিয়ে এবছর অনেক বেশি রঙিন বাংলার পুজো। উৎসবের আনন্দ চেটেপুটে উপভোগ করতে তৈরি বাঙালি। ঠাকুর দেখে ফেরার পথে যাতে সমস্যায় না পড়তে হয়, সেই কথা ভেবে এবার মেট্রোর সময়সূচী ((Metro Timing) বদলের সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ (Metro Railway) ।

কলকাতা মেট্রো শহরের লাইফ লাইন বটে। ট্র্যাফিক জ্যাম এড়িয়ে এক স্থান থেকে আরেক স্থানে দ্রুত পৌঁছে যেতে মেট্রোর জুড়ি মেলা ভার। পুজোর সময় বাড়তে ভিড় সামলাতে এবার বেশি সংখ্যায় মেট্রো চালাবার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। অতীতের রেকর্ড বলছে করো না পূর্ববর্তী পুজোতে অর্থাৎ ২০১৯ সালে পুজোর দিনে মেট্রোতে ভিড় হয়েছিল প্রায় ৯ লক্ষ। এই বছর সেই রেকর্ড ভেঙে যাবে বলে মনে করা হচ্ছে। মেট্রো রেল সূত্রে খবর পঞ্চমী-ষষ্ঠীতে ২৮৮টি মেট্রো পরিষেবা দেওয়া হবে। সপ্তমী-অষ্টমী-নবমীতে ২৪৮টি পরিষেবা, দশমীতে ১৩২টি ট্রেন চলবে। পঞ্চমী এবং ষষ্ঠীতে কলকাতায় রেকর্ড ভিড় হচ্ছে আজকাল, সেই কথা মাথায় রেখে শেষ মেট্রো ছাড়ার সময় একটু পিছিয়ে দেওয়া হয়েছে। দমদম থেকে নিউ গড়িয়া মেট্রো ছাড়বে সকাল ৮টায়। দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়ার দিকে যেতে হলে প্রথম মেট্রো সকাল ৮টা ১০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়াগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০ টা ৩৮ মিনিটে। উল্টো দিকের শেষ মেট্রো ছাড়বে ১০:৪০ মিনিটে। দশমীতেও মেট্রোর সূচিতে কিছু রদ বদল করা হচ্ছে। দশমীর দিন, সমস্ত প্রান্তিক স্টেশন থেকেই, অর্থাত্‍, দক্ষিণেশ্বর, দমদম ও নিউগড়িয়া থেকে পরিষেবা শুরু হবে দুপুর ১টায়।

পাশাপাশি ইস্ট ওয়েস্ট মেট্রোতেও পুজোর কদিন সময় পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে। সপ্তমী-অষ্টমী-নবমী-দশমী পুজোর ৪দিন, শিয়ালদহ থেকে ট্রেন ছাড়বে সকাল ১১টা ৫৫ মিনিটে। শেষ মেট্রো রাত ১১ টা ৩৫ মিনিটে। দশমীর পরেও দিন তিনেক মেট্রোর সময়ের হেরফের হতে পারে বলে জানাচ্ছেন মেট্রোর আধিকারিকরা।

Related articles

অ্যান্ডি মারের সঙ্গে সম্পর্ক ছিন্ন নোভাক জকোভিচের

একবছরও এগোল না সম্পর্ক। ফরাসি ওপেন(French Open) শুরু হওয়ার এক সপ্তাহ আগেই নোভাক জকোভিচের(Novak Djokovic) কোচের পদ থেকে...

CBSE দশম-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

CBSE-এর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

তিন সপ্তাহেও অধরা পহেলগামের হামলাকারীরা, পোস্টার দিয়ে খোঁজ গোয়েন্দাদের!

পহেলগাম হামলার পরে প্রায় তিন সপ্তাহ পার। তার মধ্যে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ভাঙতে ভারতীয় সেনার পক্ষ থেকে চালানো...

ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করার ইচ্ছাপ্রকাশ করেও বিরাটের অবসর, বিতর্ক তুঙ্গে

টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিন্তু এমন ঘটনাটা ঘটালেন বিরাট কোহলি। হতবাক দিল্লি রঞ্জি দলের কোচ...
Exit mobile version