Thursday, August 28, 2025

সকলেরই নজর ছিল SCO সামিটে। শুক্রবার মোদি-পুতিন বৈঠকে (Narendra Modi Vladimir Putin Meeting) কী নিয়ে আলোচনা হয়, সেই নিয়েও আগ্রহ ছিল গোটা বিশ্বের। শুক্রবার দুই দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠক শুরু হতেই সকলের চোখ আটকে ছিল সে দিকে। বৈঠকের শুরুতেই রাশিয়াকে যুদ্ধ থামানোর আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সঙ্গে রুশ প্রেসিডেন্টকে দিলেন বিশেষ পরামর্শও। মোদি বলেন, “এটা যুদ্ধ করার সময় নয়।”

এদিনের দ্বিপাক্ষিক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Russian President Vladimir Putin) ভারতের প্রধানমন্ত্রী বলেন, “এটা যুদ্ধ করার সময় নয়। বরং গোটা বিশ্বের জ্বালানি, খাদ্যসংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির দিকে আমাদের নজর ফেরানো উচিত।” সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিটে শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে সমরকন্দে মুখোমুখি হয়েছিলেন মোদি-পুতিন। তিনি বলেন, “আমি গত ডিসেম্বর মাসে আপনার সঙ্গে কথা বলেছিলাম। এরপর যুদ্ধ শুরুর পর থেকেও একাধিকবার আপনার সঙ্গে কথা হয়েছে। শান্তির পথে হাঁটার জন্য আপনাকে বহুবার অনুরোধ জানিয়েছি।” একইসঙ্গে মোদির সংযোজন, “গণতন্ত্র, কুটনীতি এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব।”
মোদির পরামর্শের জবাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এদিন দ্বিপাক্ষিক বৈঠকে হিন্দিতে কথা বলতে শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। দোভাষীর মাধ্যমে রুশ প্রেসিডেন্টের (Russian President) সঙ্গে বার্তালাপ হয় তাঁর। ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) এদিন বলেন, “আমি ভারতের অবস্থান জানি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আপনার উদ্বেগ সম্পর্কেও আমি ওয়াকিবহাল। আমরাও চাই এই সমস্যার দ্রুত নিষ্পত্তি হোক। আমরা আপনাকে প্রতি মুহূর্তের আপডেট জানাতে থাকব।” জন্মদিনের আগে মোদিকে কী বললেন পুতিন?
জন্মদিনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশেষ বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, “আমার প্রিয় বন্ধু, আগামীকাল তোমার জন্মদিন। কিন্তু, রাশিয়ান ঐতিহ্য অনুযায়ী, আমরা কাউকে আগের দিন শুভেচ্ছা জানাই না। তাই আগাম শুভেচ্ছা জানাচ্ছি না। তোমায় আগামীদিনের জন্য অনেক অভিনন্দন। ভারতকেও আগামীর শুভেচ্ছা। তোমার নেতৃত্বে ভারত উন্নতির শিখরে পৌঁছক, এই কামনাই করি।”

পরের বছর সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সভাপতিত্বের দায়িত্ব পাচ্ছে ভারত। এর জন্য ভারতকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। চিনা প্রেসিডেন্ট শি জিনপিংও ২০২৩ সালে ভারতের এসসিও সভাপতিত্ব লাভ করছে বলে, ভারতকে অভিনন্দন জানিয়েছেন। এসসিও-র বর্ধিত বৃত্তের সম্মেলনে শি জিনপিং বলেন, “আগামী বছর এসসিও শীর্ষ সম্মেলন আয়োজন করবে ভারত। এর জন্য ভারতকে আমি অভিনন্দন জানাই।”

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version