ফ্রেমে আসছিলেন না রাজ‍্যপাল, ঠেলে সরিয়ে দিলেন সুনীল ছেত্রীকে, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ছবির ফ্রেমে আসছিলেন না রাজ‍্যপাল লা গণেশন। তাই সুনীল ছেত্রীকে ঠেলে সরিয়ে দিলেন তিনি। যা ইতিমধ্যে ভাইরাল।

রবিবার ডুরান্ড কাপের ( Durand Cup) ফাইনালে মুম্বই সিটি এফসিকে (Mumbai City Fc) হারিয়ে ২-১ হারিয়ে চ‍্যাম্পিয়ন হয় বেঙ্গালুরু এফসি (BFC)। বিএফসি অধিনায়ক সুনীল ছেত্রীর অধরা স্বপ্নপূরণ হল রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু ট্রফি দেওয়ার অনুষ্ঠানে ঘটল এক অদ্ভুত ঘটনা। যা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছবির ফ্রেমে আসছিলেন না রাজ‍্যপাল লা গণেশন। তাই সুনীল ছেত্রীকে ঠেলে সরিয়ে দিলেন তিনি। যা ইতিমধ্যে ভাইরাল।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ম‍্যাচের পর রবিবার পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং রাজ্যপাল লা গণেশন সুনীল ছেত্রীর হাতে ডুরান্ড ট্রফি তুলে দেন। সেই সময় দেখা যায়, ছবির ফ্রেমে আসতে সুনীল ছেত্রীকে হাত দিয়ে সরিয়ে দেন রাজ্যপাল। সুনীল তাঁর সামনে থাকায় ক্যামেরায় পুরো দেখা যাচ্ছিল না তাকে। তাই ঠেলে সুনীলকে সরিয়ে দেন তিনি। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের প্রশ্ন, ডুরান্ড কাপ সুনীল ছেত্রী জিতেছেন না রাজ‍্যপাল লা গণেশন?

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমলোচনার ঝড় ওঠে নেটমাধ‍্যমে। কেউ কেউ আবার রাজ‍্যপালের এমন ব‍্যবহারে ব‍্যঙ্গও করেছেন। ভারতীয় ফুটবল দলের অধিনায়ককে এভাবে ঠেলে সরিয়ে দেওয়া মেনে নিতে পারেননি অনেকে। যদিও এই বিষয়ে অবশ্য সুনীল, বেঙ্গালুরু এফসি বা ভারতীয় ফুটবলের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস