Tuesday, December 16, 2025

শুভেন্দুর কুরুচিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের: বাংলার সংস্কৃতি বিরুদ্ধ, ব্যক্তি আক্রমণ বন্ধের ডাক

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মন্তব্য নিয়ে পাল্টা অভিযোগ করেছেন বিরোধী দলনেতা৷ সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই বিষয়ে পাল্টা জবাব দিলেন তৃণমূলের মন্ত্রী শশী পাঁজা ও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ৷ তাঁদের বক্তব্য, রাজনৈতিক লড়াইয়ে পেরে উঠছে না বলেই অভিষেকের বিরুদ্ধে কুরুচিকর আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷
সাংবাদিক বৈঠকের শুরুতেই একটি ভিডিও দেখানো হয় তৃণমূলের তরফে ৷ সেই ভিডিওতে শুভেন্দু অধিকারীকে দেখা যাচ্ছে অভিষেকের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলতে ৷এদিন সেই নিয়েই জবাব দিতে গিয়ে শশী পাঁজা প্রথমেই জানান যে তিনি মন্ত্রী বা তৃণমূলের নেত্রী নয়, একজন মা হিসেবে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছেন ৷ তাঁর বক্তব্য, অভিষেককে আক্রমণ করতে গিয়ে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন শুভেন্দু ৷ তিনি মানসিকভাবে বিপর্যস্ত ও মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছেন ৷ এই আক্রমণকে নারীশক্তির অপমান বলেও দাবি করেছেন তিনি ৷শশী পাঁজা আরও দাবি করেন, এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয় ৷ এটা বিজেপির (BJP) ভাবনা ৷ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বিরুদ্ধেও আক্রমণ করেছেন ৷
তাঁর কটাক্ষ, প্রধানমন্ত্রী সকালে নারীশক্তির কথা বলেন ৷ সন্ধ্যায় ধর্ষকদের ছেড়ে দেন ৷অন্যদিকে কুণাল ঘোষ এই নিয়ে আক্রমণ করেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷ তাঁর কথায়, অভিষেককে যে ভয় পাচ্ছে নরেন্দ্র মোদি ও বিজেপির নেতারা, তা স্পষ্ট ৷ কুণালের আরও দাবি, অভিষেক বড় নেতা ৷ নিজেকে তৈরি করছেন ৷ বয়সে তো সে অনেক ছোট ৷ রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পেরে, পিতৃপরিচয় তুলে আক্রমণ ৷
একই সঙ্গে তাঁর বক্তব্য, অভিষেকের দোষ, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাইপো ৷ ডাক্তারের ছেলে ডাক্তার হলে কি দোষের ! অভিষেককে তো ১৫ বছরের ছোট ৷ এখনই ভয় পাচ্ছে ৷ ১৫ বছর পর কী করবে ?
এই নিয়ে সরাসরি তিনি প্রশ্ন করেছেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee) ৷ কুণালের প্রশ্ন, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায় কি বিরোধী দলনেতার বক্তব্যকে সমর্থন করেন ? তাঁর আরও দাবি, এটা রাজনীতির দেউলিয়া অবস্থা ৷পাশাপাশি তাঁর চ্যালেঞ্জ, তাঁদের কাছে ব্যক্তিগত আক্রমণ করার মতো অনেক তথ্য আছে ৷ কিন্তু সেগুলি নিয়ে তাঁরা কথা বলতে চান না ৷ তৃণমূলের সৌজন্যকে দুর্বলতা বলে ভাবা উচিত নয় ৷

spot_img

Related articles

খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের, দেখা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা 

মঙ্গলের সকালে প্রকাশিত হল বঙ্গে এসআইআরের খসড়া ভোটার তালিকা। কমিশনের দুই ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in/SIR এবং https://voters.eci.gov.in/ এ ক্লিক করলে...

সাতসকালে মা উড়ালপুলে বড় দুর্ঘটনা, গাড়ি -বাইকের সঙ্গে সংঘর্ষ চারচাকার! 

মঙ্গলের সকালে মা উড়ালপুলে (Maa Flyover Accident) একের পর এক গাড়িকে ধাক্কা মারল চারচাকা। প্রথমে ডিভাইডারে ধাক্কা মারার...

পাঞ্জাবে ম্যাচ চলাকালীন কবাডি খেলোয়াড়কে গুলি করে খুন! 

সেলফি তোলার নাম করে কবাডি প্লেয়ারের কাছাকাছি এসে তাঁকে গুলি করে খুন (Kabaddi player shot dead )! চাঞ্চল্যকর...

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...