Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) আজ মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া যুদ্ধ। অজিদের বিরুদ্ধে প্রথম টি-২০ সিরিজে নামছে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। টি-২০ বিশ্বকাপের আগে দলকে গুছিয়ে নিতে মরিয়া রোহিত শর্মা।

২) সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি পদে বসেই বাংলার প্রাক্তনদের সম্মান জানাতে উদ্যোগী হয়েছেন কল্যাণ চৌবে। পদ্মশ্রী পুরস্কারের জন্য কেন্দ্রের কাছে তিন ফুটবলারের নাম সুপারিশ করল এআইএফএফ।

৩) বিস্ফোরক বাইচুং ভুটিয়া। বাইচুং-এর অভিযোগ এআইএফএফের বৈঠকে পাত্তাই দেওয়া হল না তাঁর প্রস্তাব। শাজি প্রভাকরণের সেক্রেটারি জেনারেল নিয়োগ পদে কোথায় সমস‍্যা হচ্ছে, সেই নিয়েও বলেন বাইচুং।

৪) ইংল‍্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে জয় দিয়ে অভিযান শুরু করল ভারতীয় দল। রবিবার ইংরেজদের ৭ উইকেটে হারায় হরমনপ্রীত কৌররা। ৯১ রান করে ম‍্যাচের সেরা হয়ে ঝুলন গোস্বামীকে পুরস্কার উৎসর্গ স্মৃতি মান্ধনার।

৫) টেনিস থেকে অবসরের কথা তিনি আগেই জানিয়ে দিয়েছেন। আনুষ্ঠানিক ভাবে সেই বর্ণময় অধ্যায়ের সমাপ্তি ঘটবে লেভার কাপে। সেই প্রতিযোগিতায় অংশ নিতে লন্ডনে পৌঁছলেন কিংবদন্তি রজার ফেডেরার।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Previous articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ
Next articleদেখা নেই রোদের, সকাল থেকেই কালো মেঘে ঢেকেছে তিলোত্তমার আকাশ