Monday, August 25, 2025

“নগদ-সহ সব সম্পত্তি পার্থর, মেটাতেন LIC প্রিমিয়ামও”, ইডির চার্জশিটে অর্পিতার বিস্ফোরক বয়ান

Date:

Share post:

এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বিশেষ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় কাছ থেকে উদ্ধার হওয়া বিপুল

নগদ ও নামে-বেনামে অন্যান্য সম্পত্তির হিসেব আদালতের কাছে পেশ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। গতকাল, সোমবার ইডির তরফে আদালতের কাছে এই মামলার প্রথম চার্জশিটও জমা করা হয়। সেই চার্জশিটে অভিযুক্তদের বয়ানও লিপিবদ্ধ করা আছে। যেখানে চাঞ্চল্যকর দাবি করেছেন অর্পিতা। উদ্ধার হওয়া ৪৯ কোটি ৮০ লক্ষ টাকার মালিক পার্থ চট্টোপাধ্য়ায়। ৫ কোটি টাকার সোনার মালিকও তিনি। ইডির জেরায় এমনই স্বীকারোক্তি অর্পিতার।

ইডির চার্জশিটের কপিতে আরও উল্লেখ, বেলঘরিয়ার ক্লাব টাউন ও হরিদেবপুরের ডায়মন্ড সিটির ফ্ল্যাট থেকে উদ্ধার বিপুল টাকার মালিক পার্থ। অর্পিতার দাবি, “আমার ও মায়ের নিরাপত্তার কথা ভেবে এতদিন তথ্য গোপন করেছিলাম। সব টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। তাই টাকার উৎস বলতে পারবেন পার্থ চট্টোপাধ্যায়।”

শুধু টাকা, সোনা, বাড়ি, জমি, রিসর্ট নয়, ইডি চার্জশিটে আরও উল্লেখ, অর্পিতা মুখোপাধ্যায়ের ৩১টি এলআইসি পলিসির বার্ষিক প্রিমিয়াম প্রায় দেড় কোটি টাকা। বেশিরভাগেরই বার্ষিক প্রিমিয়াম ৫০ হাজার টাকা। কিছুক্ষেত্রে ৪৫ হাজার টাকা। পার্থ চট্টোপাধ্যায় সেই প্রিমিয়াম মেটাতেন। পার্থর বাজেয়াপ্ত মোবাইল ফরেন্সিক পরীক্ষার পর এলআইসি’র প্রিমিয়াম জমা দেওয়ার লেনদেন
মেসেজ ও ব্যাংক থেকে সংগৃহীত নথিও সেই তথ্য দিচ্ছে বলে চার্জশিটে উল্লেখ করেছে ইডি। একইসঙ্গে অর্পিতার ইডিকে দেওয়া বয়ান থেকে এই বিপুল স্থাবর-অস্থাবর বেনামি সম্পত্তির মালিক যে পার্থ চট্টোপাধ্যায়, সেটা সামনে আসতে আরও চাঞ্চল্য ছড়িয়েছে।

 

spot_img

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...