Sunday, December 21, 2025

পুজোতে জেলেই থাকতে হবে পার্থ-কল্যাণময়-সহ চারজনকে

Date:

Share post:

পুজোতে জেলেই থাকতেই হবে পার্থ চট্টোপাধ্যায়-কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। জেরায় সহযোগিতা করছেন না। এই অজুহাতে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের (Kalyan Gangopadhyay) জামিনের আবেদনের বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী। আলিপুর বিশেষ CBI আদালতে ৫ অক্টোবর পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেয়। একই সঙ্গে শিক্ষক নিযোগ দুর্নীতি মামলায় ধৃত অপর দুজন শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহারও জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার মামলার শুনানিতে সিবিআইয়ের আইনজীবী পার্থের জেল হেফাজতের আবেদন করেন। তাঁর অভিযোগ, পার্থ তদন্তে সহযোগিতা করছেন না। আপাতত পার্থকে জেল হেফাজতেই পাঠানোর পক্ষে সওয়াল করেন তিনি। প্রয়োজনে সেখানে গিয়েই পার্থকে জেরা করবেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক।

পার্থের আইনজীবী বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের ধারা দেওয়া হয়েছে। ‘‘মুড়ি-মিছরির মতো সবাইকে একই সেকশন দেওয়া হচ্ছে। সিবিআই পুলিশ হেফাজত না চেয়ে জেল হেফাজত চাইছে, এর অর্থ, ওঁরা আর আমার মক্কেলকে হেফাজতে চাইছেন না।’’ তাঁর দাবি, পার্থ দেশ ছেড়ে যাবেন না। তাই শারীরিক অবস্থা বিচার করে তাঁকে বাড়িতে রাখা হোক। দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর রায় স্থগিত রাখা হয়। পরে ৫ অক্টোবর পর্যন্ত পার্থকে জেল হেফাজতের পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

একইভাবে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসপি সিনহা এবং অশোক সাহারও ১৪দিনের জেল হেফাজত। কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের আইনজীবীও জামিনের আবেদন জানান। বলেন, তাঁর মক্কেল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন। এসএসসি-র কেউ নন। তাঁর সই স্ক্যান করা হয়েছে বলে বলেও অভিযোগ করেন কল্যাণময়ের আইনজীবী। তিনি কোনও বৈঠকে ছিলেন না বলে দাবি করে জামিন চাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত কল্যাণময়, এসপি সিনহা ও অশোককেও ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

আরও পড়ুন- প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে রিপোর্ট পেশ সিবিআই-এর


 

spot_img

Related articles

সশস্ত্র পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে উদ্যোগ, বরাদ্দ ৮.৮২ কোটি 

পশ্চিমবঙ্গ সরকার সশস্ত্র পুলিশ বাহিনীর পরিকাঠামো উন্নত করতে নতুন যানকেন্দ্রিক প্রকল্প হাতে নিয়েছে। ব্যারাকপুরে ডেপুটি ইনস্পেক্টর জেনারেলের দফতর...

বিজেপি রাজ্যে পুলিশের করুণ অবস্থা! ফিল্মি কায়দায় পালিয়ে গেল অপরাধী 

মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদের কাছে পুলিশি ব্যর্থতার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, এক তরুণ পুলিশের গাড়ি...

পরিবারে জঙ্গি-যোগের অভিযোগ: কাশ্মীরে শ্রমিকদের জীবিকা কেড়ে নেওয়ার ফতোয়া

জম্মু ও কাশ্মীরের নাগরিকদের সন্ত্রাসবাদের পথ থেকে সরিয়ে আনতে কেন্দ্রের বিজেপি সরকার যে কোনও উদ্যোগ নেয়নি, পহেলগাম হামলার...

CINEKIND: না-মানুষদের নিয়ে তৈরি চলচ্চিত্রকে সম্মান, অনন্য সন্ধ্যার সাক্ষী কলকাতা

এই প্রথম না-মানুষদের প্রতি সহানুভূতি ও ভালবাসার গল্প বলা ফিল্মের জন্য সিনেকাইন্ড জাতীয় পুরস্কার দিল ফিল্ম ফেডারেশন অফ...