Friday, November 14, 2025

পুজোর আগেই ৯২৩ শূন্যপদে নিয়োগের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Date:

এসএসসি-র (SSC) গ্রুপ সি (Group C) ও গ্রুপ ডি (Group D) বিভাগের শূন্যপদে অবিলম্বে নিয়োগের (Recruitment) নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। পুজোর আগেই যোগ্য প্রার্থীদের নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি। পাশাপাশি শূন্যপদের সংখ্যা স্পষ্ট করে জানিয়ে ২৮ সেপ্টেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি জারি করে কাউন্সেলিংয়ের (Counseling) প্রক্রিয়াও শুরু করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন তিনি।

এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মী হিসেবে হিসেবে চাকরি পাওয়া অর্থাৎ গ্রুপ ডি কর্মী ৫৭৩ জনের বেআইনি নিয়োগ বাতিল করে দেওয়া হয়। আর সেই শূন্যপদেই মেধার ভিত্তিতে বুধবার ওয়েটিং লিস্টে (Waiting List) থাকা প্রার্থীদের দ্রুত চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন বিচারক।

তবে শুধু গ্রুপ ডি-ই নয়, গ্রুপ সি-তেও বেআইনিভাবে নিয়োগ পাওয়া ৩৫০ পদে যোগ্য ও প্রকৃত প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে গ্রুপ সি ও ডি মিলিয়ে মোট ৯২৩ শূন্য পদে যোগ্য প্রার্থীদের চাকরিতে নিয়োগ করতে হবে। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নবম ও দশমে কতজন করে বেআইনিভাবে নিযুক্ত হয়েছেন তার রিপোর্ট চান সিবিআই ও এসএসসি-র আধিকারিকদের কাছে। তবে তার আগে মালকারীদের সঙ্গে বৈঠক করতে হবে দু’পক্ষকেই।

আগামী ২৮ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে সেই রিপোর্ট (Report) জমা পড়লেই তাদের চাকরি থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন বিচারপতি। তিনি আরও জানান, ৫ মাস হল এই দুর্নীতির তদন্তভার সিবিআইকে (CBI) দিয়েছি। আর অপেক্ষা করা যাবে না। যোগ্য প্রার্থীদের ভোগান্তি আর বাড়ানো যাবে না। আগামী সপ্তাহ থেকেই শুরু করতে হবে নিয়োগপত্র বিলি (Appointment Letter)। তবে এসএসসি-র তরফে আদালতকে জানানো হয় সময় খুব কম। আর সেকারণেই পুজোর আগে এত দ্রুত এই ৯২৩ জনকে চাকরি দেওয়া সম্ভব নয়।

অন্যদিকে, এদিনই এসএসসির আরও একটি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় বেআইনি নিয়োগের তালিকা এসএসসি এবং সিবিআইয়ের কাছে চেয়ে পাঠান। নবম এবং দশম শ্রেণির শিক্ষক হিসাবে বেআইনি নিয়োগ বাতিল করে যোগ্যদের চাকরি দিতে হবে বলেও সেই মামলাতেও মন্তব্য করেন বিচারপতি।

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version