Thursday, December 18, 2025

Kerala: ১৮ ঘণ্টার বিরল অস্ত্রোপচারে মৃতের হাত জুড়ল যুবকের দেহে

Date:

Share post:

বিশ্বের মধ্যে তৃতীয়, দেশের মধ্যে এই প্রথম মৃত ব্যক্তির হাত জোড়া লাগল জীবিত ব্যক্তির শরীরে। ২০ জন সার্জেন (Surgeon)আর ১০ জন অ্যানাসথেসিস্ট (Anesthetist)-এর উপস্থিতিতে ১৮ ঘণ্টা ধরে অপারেশন (18 hours operation) চলল অমরেশ নামের এক যুবকের। বিরল অস্ত্রোপচারের (Rare surgery) পর সুস্থ অমরেশ, নজির গড়ল দেশ।

বছর পাঁচেক আগে বিদ্যুতের তার সারাই করার সময় দুর্ঘটনার মুখোমুখি হন অমরেশ নামের এক যুবক। তিনি এতটাই আহত হয়েছিলেন যে তাঁর দুই হাত যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। সব দিক ভেবে চিন্তে তাঁর ডান হাত কনুইয়ের কাছ থেকে ও বাম হাত কাঁধ থেকে বাদ দিতে বাধ্য হন চিকিৎসকেরা। এরপরই তিনি চেয়েছিলেন যদি কোনও ভাবে তাঁর হাত প্রতিস্থাপন করা যায়। কিন্তু ডোনারের অভাবে সেই ইচ্ছে আর পূরণ হয় নি। অমরেশ ভেবেছিলেন এভাবেই থাকতে হবে সারা জীবন। কিন্তু সম্প্রতি মিরাকেল ঘটে তাঁর জীবনে। তিরুবনন্তপুরমে (Thiruvananthapuram) একটি দুর্ঘটনায় মৃত ৫৪ বছর বয়সি প্রৌঢ়-এর বাড়ির লোক তাঁর অঙ্গ দান করতে সম্মত হন। তার পরই মৃতের দেহ থেকে হাত নিয়ে তা অমরেশের দেহে বসানোর সিদ্ধান্ত নেন অমৃতা হাসপাতালের (Amita Hospital)চিকিৎসকেরা। এই অস্ত্রোপচার শুধু কঠিনই নয় বিরল বটে। তাই কারোর কোনও পূর্ব অভিজ্ঞতা ছিল না, যেহেতু এই দেশে এই ধরণের অস্ত্রোপচার এর আগে হয় নি। চিকিৎসকেরা বলছেন যে হাত কনুইয়ের থেকে বাদ গিয়েছিল, সেই হাতটি জুড়তে বিশেষ সময় লাগেনি। আসল পরীক্ষা ছিল কাঁধ থেকে বাদ যাওয়া হাতের জায়গায় নতুন হাত বসান। কারণ যখন দুর্ঘটনা ঘটে তখন বিদ্যুতের ঝটকায় অমরেশের স্নায়ু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তাই আরও জটিল হয়ে দাঁড়ায় অস্ত্রোপচারটি। তবে ১৮ ঘণ্টার চেষ্টায় সফল হয়েছে অপারেশন। সুস্থ আছেন অমরেশ। চিকিৎসকেরা বলছেন তাঁর স্বাভাবিক জীবন যাপনে কোনও সমস্যা নেই। তবে আপাতত ভারী জিনিস টানাটানি করতে পারবেন না তিনি। বছর দেড়েক টানা ফিজিয়োথেরাপি করে যেতে হবে। এইভাবে হাত ফিরে পেয়ে খুশি অমরেশ ও তাঁর পরিবার।

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...