Saturday, January 10, 2026

Kerala: ১৮ ঘণ্টার বিরল অস্ত্রোপচারে মৃতের হাত জুড়ল যুবকের দেহে

Date:

Share post:

বিশ্বের মধ্যে তৃতীয়, দেশের মধ্যে এই প্রথম মৃত ব্যক্তির হাত জোড়া লাগল জীবিত ব্যক্তির শরীরে। ২০ জন সার্জেন (Surgeon)আর ১০ জন অ্যানাসথেসিস্ট (Anesthetist)-এর উপস্থিতিতে ১৮ ঘণ্টা ধরে অপারেশন (18 hours operation) চলল অমরেশ নামের এক যুবকের। বিরল অস্ত্রোপচারের (Rare surgery) পর সুস্থ অমরেশ, নজির গড়ল দেশ।

বছর পাঁচেক আগে বিদ্যুতের তার সারাই করার সময় দুর্ঘটনার মুখোমুখি হন অমরেশ নামের এক যুবক। তিনি এতটাই আহত হয়েছিলেন যে তাঁর দুই হাত যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। সব দিক ভেবে চিন্তে তাঁর ডান হাত কনুইয়ের কাছ থেকে ও বাম হাত কাঁধ থেকে বাদ দিতে বাধ্য হন চিকিৎসকেরা। এরপরই তিনি চেয়েছিলেন যদি কোনও ভাবে তাঁর হাত প্রতিস্থাপন করা যায়। কিন্তু ডোনারের অভাবে সেই ইচ্ছে আর পূরণ হয় নি। অমরেশ ভেবেছিলেন এভাবেই থাকতে হবে সারা জীবন। কিন্তু সম্প্রতি মিরাকেল ঘটে তাঁর জীবনে। তিরুবনন্তপুরমে (Thiruvananthapuram) একটি দুর্ঘটনায় মৃত ৫৪ বছর বয়সি প্রৌঢ়-এর বাড়ির লোক তাঁর অঙ্গ দান করতে সম্মত হন। তার পরই মৃতের দেহ থেকে হাত নিয়ে তা অমরেশের দেহে বসানোর সিদ্ধান্ত নেন অমৃতা হাসপাতালের (Amita Hospital)চিকিৎসকেরা। এই অস্ত্রোপচার শুধু কঠিনই নয় বিরল বটে। তাই কারোর কোনও পূর্ব অভিজ্ঞতা ছিল না, যেহেতু এই দেশে এই ধরণের অস্ত্রোপচার এর আগে হয় নি। চিকিৎসকেরা বলছেন যে হাত কনুইয়ের থেকে বাদ গিয়েছিল, সেই হাতটি জুড়তে বিশেষ সময় লাগেনি। আসল পরীক্ষা ছিল কাঁধ থেকে বাদ যাওয়া হাতের জায়গায় নতুন হাত বসান। কারণ যখন দুর্ঘটনা ঘটে তখন বিদ্যুতের ঝটকায় অমরেশের স্নায়ু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তাই আরও জটিল হয়ে দাঁড়ায় অস্ত্রোপচারটি। তবে ১৮ ঘণ্টার চেষ্টায় সফল হয়েছে অপারেশন। সুস্থ আছেন অমরেশ। চিকিৎসকেরা বলছেন তাঁর স্বাভাবিক জীবন যাপনে কোনও সমস্যা নেই। তবে আপাতত ভারী জিনিস টানাটানি করতে পারবেন না তিনি। বছর দেড়েক টানা ফিজিয়োথেরাপি করে যেতে হবে। এইভাবে হাত ফিরে পেয়ে খুশি অমরেশ ও তাঁর পরিবার।

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...