Friday, August 22, 2025

সৌগতর আবেদনে সাড়া দিয়ে বাড়ছে গরিব কল্যাণ যোজনার রেশনের মেয়াদ

Date:

করোনাকালে চালু হওয়া প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় বিনামূল্যে রেশন সেপ্টেম্বর মাসে বন্ধ করার পরিকল্পনা করেছিল কেন্দ্র। তবে তা এবার বাড়তে চলেছে ডিসেম্বর মাস পর্যন্ত। এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো না হলেও সূত্রের খবর এমনই। আর এই সিদ্ধান্ত পরিবর্তনের পিছনে অন্যতম ভুমিকা তৃণমূল(TMC) সাংসদ সৌগত রায়ের। কারণ, রেশনের(Ration) মেয়াদ বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত করার দাবিতে চিঠি লিখেছিলেন সৌগত রায়(Sougata Roy)। তৃণমূল সাংসদের দাবি মেনেই এই মেয়াদ বাড়ানো হচ্ছে বলে সূত্রের খবর।

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় রেশন বণ্টন ব্যবস্থা চালু রাখতে বার বার সরব হয়েছে একাধিক রাজ্য। সামনে দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এই রেশন ব্যবস্থা বন্ধ না করার জন্য চাপ বাড়ছিল বিজেপির তরফে। এছাড়া তৃণমূল সাংসদ সৌগত রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চিঠি লিখে আবেদন জানিয়েছিলেন, এই রেশনের মেয়াদ অন্তত এ বছরের শেষ পর্যন্ত করা হোক। সূত্রের খবর, তাঁর সেই আবেদনে সাড়া দিয়েছে কেন্দ্র। তাঁকে জানানো হয়েছে, রেশনের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হল। দ্রুতই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি হবে।

উল্লেখ্য, ২০২০ সালে দেশজুড়ে কোভিড (COVID-19) সংক্রমণ ও লকডাউনের (Lockdown) জেরে কেন্দ্রের তরফে দরিদ্রদের জন্য বিনামূল্যে রেশন (Free Ration) বণ্টনের ব্যবস্থা করা হয়েছিল। পরপর ২ বছর তা দেওয়া হয়েছে। তবে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত সেই রেশন দেওয়ার কথা জানিয়েছিল কেন্দ্র। এই ব্যবস্থা চালু রাখতে কেন্দ্রের অনেক খরচ হচ্ছে, এই হিসেবনিকেশ করে সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে খাদ্যসামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। তবে এবার তা বাড়িয়ে ডিসেম্বর করার সিদ্ধান্ত নিল কেন্দ্র।

Related articles

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...
Exit mobile version