Wednesday, May 14, 2025

১০ দিন টানা শুনানির পর অবশেষে শেষ হল হিজাব মামলার শুনানি (Hijab Case Hearing)। তবে আপাতত এই মামলার রায়দান স্থগিত (Judgement Suspended) রেখেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এর আগে বুধবার এই মামলার শুনানি চলাকালীন একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয়, শিক্ষা প্রতিষ্ঠান বা ক্লাসে হিজাব পরার অনুমতি দেওয়া হলে তা দেশের বৈচিত্রকে তুলে ধরার সুযোগ দেবে। ফলে দেশের পড়ুয়ারা অনেক কম বয়সেই দেশের বৈচিত্রের বিষয়ে সম্মক জ্ঞান লাভ করবে। তবে আবেদনকারীরা জানিয়েছিলেন, কোরানে তিন তালাক (Triple Talaq) ও বলিদানের (Sacrifice) কোনও উল্লেখ না থাকলেও হিজাবের কথার উল্লেখ রয়েছে এবং মুসলিম মহিলাদের কর্তব্য হল সেই বিধি যথাযথভাবে পালন করা। এদিন বিচারপতি হেমন্ত গুপ্ত ও সুধাংশু ধুলিয়ার বেঞ্চে এই শুনানি শেষ হয়।

এর আগে শুনানি চলাকালীন ভারতের সলিসিটর জেনারেল তথা কর্ণাটক সরকারের আইনজীবী তুষার মেহতা (Tushar Mehta) দাবি করেন, কোরানে উল্লেখ থাকলেই কোনও প্রথা জরুরি হয় না। শুধুমাত্র যে প্রথাগুলি নির্দিষ্ট শর্তপূরণ করে সেগুলি জরুরি বলে বিবেচনা করা হয়। তিনি আরও দাবি করেন, সংবিধানের ভিত্তিতে আদালতের সিদ্ধান্ত নেওয়া উচিত।

উল্লেখ্য, চলতি বছরের প্রথমদিকে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরে আসা নিয়ে উত্তাল হয়েছিল কর্নাটক। শিক্ষা প্রতিষ্ঠানে কঠোর পোশাকবিধির নির্দেশ দেওয়ার পর সেই নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা ওঠে কর্নাটক হাইকোর্টে (Karnataka High Court)। হাইকোর্ট শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবে নিষেধাজ্ঞা বজায় রাখে। তারপর কর্ণাটক হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। সেই আবেদনের ভিত্তিতেই সুপ্রিম কোর্টে এতদিন শুনানি চলছিল। অবশেষে বৃহস্পতিবার সেই মামলার শুনানি শেষ হল। তবে মামলার নিষ্পত্তি এখনও হয়নি।

Related articles

দেশে ফিরলেন পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম কুমার

আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরলেন প্রায় কুড়ি দিন ধরে পাকিস্তানে বন্দি অবস্থায় থাকা বাংলার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার...

গ্যাংটকে ভারী বৃষ্টি-ধসের জেরে দুর্ঘটনা, সতর্কতা জারি প্রশাসনের

পাহাড়ে ভারী বৃষ্টি দুর্যোগে জেরে মঙ্গলবার রাতে গ্যাংটকের বোজোঘরির থার্ড মাইল এলাকায় নামল ধস (landslide in the Third...

আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে আজ বিকেলে নবান্নে (Nabanna) রাজ‍্য মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে। ভারত-পাকিস্তান সংঘর্ষ...

আজ সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে ডিএ মামলার শুনানি

আজ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ (DA )মামলার শুনানি হতে চলেছে। গত আড়াই বছরে...
Exit mobile version