Monday, May 5, 2025

দেশজুড়ে একযোগে বিভিন্ন রাজ্যে তল্লাশি অভিযান এনআইএ-র। বিহারের নয় জেলার পর, উত্তরপ্রদেশ থেকে কেরালা মোট ১০ রাজ্যে বৃহস্পতিবার ভোর রাত থেকে অপারেশন শুরু করেছে জাতীয় তদন্তকারী দল এনআইএ (NIA)। ইতিমধ্যেই জঙ্গি ডেরায় পৌঁছে শতাধিক ব্যক্তিকে গ্রেফতারও করেছে তারা। এই তালিকায় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (PFI) সদস্য এবং প্রথমসারির নেতারাও আছেন বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:“বাংলায় আইসিডিএসের টাকা বন্ধ করুন”, স্মৃতির কাছে আর্জি নিয়ে বিমানবন্দরে ছুটলেন অগ্নিমিত্রা

সূত্রের খবর, বৃহস্পতিবার ভোররাত থেকে কেরালাতেই ৫০-এর বেশি জায়গায় অভিযান চালাচ্ছে NIA। অভিযান চলছে তামিলনাড়ু, কর্নাটক, উত্তরপ্রদেশ-সহ দেশের প্রায় ১০ রাজ্যে। কেরালার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ছোট দফতরগুলিতেও চলছে তল্লাশি।  কলকাতা শহরেও এই তল্লাশি অভিযান চলছে। সকাল থেকেই এনআইএ আধিকারিকরা ইডি অফিসারদের সঙ্গে নিয়েই তল্লাশি অভিযান চালাচ্ছে। সংগঠনের লেনদেন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে, সেই কারণে ইডি-র আধিকারিকদের নিয়ে যৌথভাবে তল্লাশি চালানো হচ্ছে। এখনও পর্যন্ত যা খবর, কলকাতায় চারটিরও বেশি জায়গায় তল্লাশি অভিযান চালানো হবে। সেই সূত্রেই তিলজলা, পার্ক স্ট্রিট সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI)-র বিরুদ্ধে সন্ত্রাসে আর্থিক মদত, প্রশিক্ষণ শিবির সংগঠিত করার অভিযোগ রয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, এখনও পর্যন্ত এটাই NIA-র সব থেকে বড় অভিযান। কেরালার প্রায় ৫০টি জায়গায় এনআইএর অভিযান চলছে। বড় তল্লাশি চলছে তামিলনাড়ুতে। চেন্নাইতে PFI-র রাজ্য দফতরে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সূত্রের খবব, উত্তরপ্রদেশ, বিহার, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গালাতেও চলছে অভিযান। কর্নাটককের ম্যাঙ্গালুরুতে NIA তল্লাশির সময় পালটা বিক্ষোভ দেখায় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সদস্যরা।

প্রসঙ্গত, এ মাসের গোড়ায় বিহারে ১৩টি জায়গায় অভিযান চালিয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা। এর মধ্যে ছিল পাটনার ফুলওয়ারি শরিফ, বৈশালী, মধুবনি, ছাপরা, আরারিয়া, ঔরঙ্গাবাদ, কিষাণগঞ্জ, নালন্দা এবং জেহানাবাদ।  পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া এবং সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার একাধিক ডেরা এবং নেতার বাড়িতে এই অভিযান চলে। এসডিপিআইয়ের সাধারণ সম্পাদক এহসান পারভেজের আরারিয়ার বাড়িতেও হানা দেয় এনআইএ। এরপর আজ দেশজুড়ে অভিযান শুরু করেছে NIA।

Related articles

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...
Exit mobile version