Sunday, August 24, 2025

আগামী দিন দুয়েকের মধ্যেই শুরু হতে চলেছে কংগ্রেসের সভাপতি নির্বাচন (Congress President Election)। দলের প্রবীণ সাংসদ শশী থারুর (Sashi Tharoor) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা (Contest) করার সিদ্ধান্ত নিয়েছেন। অথচ তাঁর নিজের রাজ্য কেরল থেকেই কোনওরকম সমর্থন পাচ্ছেন না তিনি। কেরলের কোনও কংগ্রেস নেতাই শশীকে সভাপতি হিসেবে চাইছেন না। তাঁদের অনেকেই রাহুল গান্ধীকে সভাপতি পদে দেখতে চান। ইতিমধ্যে ওয়েনাড়ের সাংসদ রাহুলকে সভাপতি চেয়ে রেজোলিউশন (Resolution) পাশ করানোর তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। তবে লোকসভায় কংগ্রেসের মুখ্য সচেতক (Chief Whip) কে সুরেশ জানান, শশী থারুর প্রতিদ্বন্দ্বিতা করছেন না কারণ তিনি একজন আন্তর্জাতিক ক্ষেত্রে পরিচিত মুখ।

আর বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী নাম না করে অশোক গেহলটকে (Ashok Gehlot) কটাক্ষ করে বলেন, দলের এক ব্যক্তি-এক পদ সবাইকে মেনে চলতে হবে। একইসঙ্গে কংগ্রেস সভাপতি ও রাজস্থানের মুখ্যমন্ত্রীর দ্বৈত ভূমিকায় থাকা যাবে না। বৃহস্পতিবার কেরলে রাহুল জানান, আমরা উদয়পুরে (Udaipur) একটি প্রতিশ্রুতি দিয়েছি। আমি আশা করি তা বজায় থাকবে। তবে শুধু এক ব্যক্তি এক পদ-এর প্রতিশ্রুতি রক্ষাই নয়, ভাবি কংগ্রেস সভাপতির জন্য এদিন প্রাক্তন সভাপতি রাহুল জানিয়েছেন, কংগ্রেস সভাপতির পদকে একটি আদর্শ পদ হিসাবে দেখতে হবে।

কংগ্রেস সূত্রে খবর, দলের তরফে সর্বসম্মতিক্রমে একজন প্রার্থীকে মনোনীত করার চেষ্টা চলছে। কিন্তু সম্প্রতি শশী থারুর সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে সভাপতি পদে বসার আগ্রহ প্রকাশ করেন। তবে এই অনিশ্চয়তার ফলে নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। অন্যদিকে রাহুল গান্ধী সভাপতি হতে ততটা ইচ্ছুক নন। তবুও বেশিরভাগ বর্ষীয়ান কংগ্রেস নেতাই চাইছেন দলের হাল ধরুক রাহুল।

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version