Tuesday, August 26, 2025

ববিতার পর এবার প্রিয়াঙ্কা! পুজোর আগেই চাকরি ফেরানোর নির্দেশ বিচারপতির

Date:

কোচবিহারের ববিতা সরকারের (Babita Sarkar) পর এবার প্রিয়াঙ্কা সাউ (Priyanka Shaw) নামে এক চাকরিপ্রার্থীকে দ্রুত চাকরি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার সমস্ত নথি খতিয়ে দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) স্কুল সার্ভিস কমিশনকে (SSC) নির্দেশ দেন, পুজোর (Durga Puja) আগেই যোগ্য প্রার্থীকে চাকরি দিতে হবে, এঁরা অনেকদিন ধরে অপেক্ষা করছেন। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় কমিশনের আইনজীবীকে বলেন, আজই বৈঠক করে আদালতকে আগামী সপ্তাহের মধ্যে একটি রিপোর্ট পেশ করতে হবে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ শুক্রবার বিকেলে এই অর্ডার সমেত এসএসসিতে যাবেন মামলাকারী। এদিন বিকেলে প্রিয়াঙ্কা সাউ ও তাঁর আইনজীবীর সঙ্গে বৈঠক করতে হবে। এই বৈঠকের সিদ্ধান্ত বুধবারের মধ্যে আবেদনকারীকে জানাতে হবে চেয়ারম্যানকে। মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৯ সেপ্টেম্বর দুপুর ২ টোয়।

শুক্রবার একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, আদালত মনে করছে এই নিয়োগের যৌক্তিকতা আছে। প্রিয়াঙ্কা সাউ জানিয়েছেন, আগে কমিশনের তরফে নিয়োগপত্র পাই, তারপর বোঝা যাবে, আমাদের বঞ্চনার শেষ হল কি না। তবে এখনই এবিষয়ে কিছু বলা যাচ্ছে না। এই মামলার সঙ্গে যুক্ত বাকিদের আবেদনের শুনানি হবে ২৬ সেপ্টেম্বর।

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version