পুজোয় বাংলা বৃষ্টিহীন! রাজ্যবাসীকে সুখবর দিচ্ছে হাওয়া অফিস

পুজোর আগে বঙ্গবাসীর জন্য এবার সুখবর দিল হাওয়া অফিস। রাজ্যে আপাতত আর কোনও নিম্নচাপের সম্ভাবনা নেই। তাই পুজোর মুখে ভারিবৃষ্টির সম্ভাবনাও কম দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কয়েক দফা ভারী ও বাকি সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন: Weather Update: উত্তরে বৃষ্টি দক্ষিণে অস্বস্তি, রবিবার ফের ঘূর্ণাবর্তের পূর্বাভাস

আজও শরতের আকাশে আংশিক মেঘলা থাকছে। আদ্রতার জন্য সারাদিন ঘর্মাক্ত আবহাওয়া। ঘরে বাইরে কোথাও স্বস্তি মিলবে না। গতকাল দিনের তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি। কাল রাতের তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ। সেভাবে বৃষ্টি হয়নি। দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই। বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছু জেলায়। ঘর্মাক্ত পরিস্থিতি দেখা যাবে।

উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ,আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। দিনের ও রাতের তাপমাত্রা আগামী তিন থেকে চারদিনে খুব একটা পরিবর্তন হবে না।

Previous articleমাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ফিল্মি কায়দায় হাওড়ার ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, তদন্তে পুলিশ
Next articleফের অনুব্রত কন্যাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস সিবিআই-এর