Thursday, November 13, 2025

বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার ৫৫ কোটি টাকার সোনা, গ্রেফতার ৪

Date:

তল্লাশি (Search Operation) চালিয়ে বেলঘরিয়া থেকে উদ্ধার হল ১১ কেজি সোনা (Gold Seized)। শুক্রবার ভোর রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে (Belghariya Expressway) একটি গাড়ি থেকে সোনা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যে ঘটনায় গাড়ির চালক সহ ৪ জনকে গ্রেফতার (Arrest) করেছে বেলঘরিয়া থানার পুলিশ (Belgharia Police Station)। ধৃতদের নাম নেতাজি রাজারাম পাওয়ার, ময়ূর মনোহর পাটিল, গণেশ চৌহান ও সুরজিৎ মুখোপাধ্যায়। তবে উদ্ধার হওয়া সোনা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কারাই বা পাঠাচ্ছিল, তা জানতে ইতিমধ্যে তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি মোবাইলও।

এদিন মারুতি অল্টো থেকে ওই সোনা উদ্ধার হয়েছে। গাড়িটি মেদিনীপুর যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। এদিন গাড়িটিকে দেখে কর্তব্যরত পুলিশদের সন্দেহ হয়। সেইমতো গাড়ি থামিয়ে শুরু হয় তল্লাশি। গাড়িতে থাকা একটি ব্যাগে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। পুলিশ ওই ব্যাগ থেকে ১১ কেজি সোনার বাট উদ্ধার করে। যার বাজারদর আনুমানিক ৫৫ কোটি টাকা। এছাড়াও ওই গাড়ি থেকে ১১টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর,বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে দক্ষিণেশ্বর সংলগ্ন ময়লাখোলা এলাকার কাছেই দাঁড়িয়েছিল ওই মারুতি গাড়িটি। অবৈধভাবে ওই সোনা নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানতে পেরেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই কোথায় গাড়িটি যাচ্ছিল তা এখনও স্পষ্ট নয়। যাঁরা গ্রেফতার (Arrest) হয়েছেন, তাঁরা কাছাকাছি এলাকার বাসিন্দা বলেই পুলিশ সূত্রে খবর।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version