Saturday, November 15, 2025

বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার ৫৫ কোটি টাকার সোনা, গ্রেফতার ৪

Date:

তল্লাশি (Search Operation) চালিয়ে বেলঘরিয়া থেকে উদ্ধার হল ১১ কেজি সোনা (Gold Seized)। শুক্রবার ভোর রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে (Belghariya Expressway) একটি গাড়ি থেকে সোনা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যে ঘটনায় গাড়ির চালক সহ ৪ জনকে গ্রেফতার (Arrest) করেছে বেলঘরিয়া থানার পুলিশ (Belgharia Police Station)। ধৃতদের নাম নেতাজি রাজারাম পাওয়ার, ময়ূর মনোহর পাটিল, গণেশ চৌহান ও সুরজিৎ মুখোপাধ্যায়। তবে উদ্ধার হওয়া সোনা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কারাই বা পাঠাচ্ছিল, তা জানতে ইতিমধ্যে তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি মোবাইলও।

এদিন মারুতি অল্টো থেকে ওই সোনা উদ্ধার হয়েছে। গাড়িটি মেদিনীপুর যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। এদিন গাড়িটিকে দেখে কর্তব্যরত পুলিশদের সন্দেহ হয়। সেইমতো গাড়ি থামিয়ে শুরু হয় তল্লাশি। গাড়িতে থাকা একটি ব্যাগে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। পুলিশ ওই ব্যাগ থেকে ১১ কেজি সোনার বাট উদ্ধার করে। যার বাজারদর আনুমানিক ৫৫ কোটি টাকা। এছাড়াও ওই গাড়ি থেকে ১১টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর,বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে দক্ষিণেশ্বর সংলগ্ন ময়লাখোলা এলাকার কাছেই দাঁড়িয়েছিল ওই মারুতি গাড়িটি। অবৈধভাবে ওই সোনা নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানতে পেরেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই কোথায় গাড়িটি যাচ্ছিল তা এখনও স্পষ্ট নয়। যাঁরা গ্রেফতার (Arrest) হয়েছেন, তাঁরা কাছাকাছি এলাকার বাসিন্দা বলেই পুলিশ সূত্রে খবর।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version