হাই কোর্টের নির্দেশে ত্রিপাক্ষিক বৈঠক, ১৩ হাজার নামের তালিকা জমা দিল পর্ষদ

পর্ষদের সঙ্গে নিজেদের তালিকা মিলিয়ে রিপোর্ট তৈরি করবে এসএসসি। ২৮ সেপ্টেম্বর সেটি জমা দেওয়ার কথা হাই কোর্টে।পপনন

কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, এ সপ্তাহের মধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) এবং মামলাকারীর আইনজীবী, তিন পক্ষকে বৈঠকে বসে নিয়োগ তালিকা তৈরি করে তা আদালতে জমা দিতে হবে।কলকাতা হাই কোর্টের নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যে নিজেদের মধ্যে বৈঠকে বসল তিন পক্ষ।

বৈঠকে উপস্থিত সব পক্ষের হাতেই ২০১৬-য় নবম-দশমে নিয়োগের তালিকার প্রতিলিপি তুলে দেওয়া হয়। সেই তালিকায় রয়েছে প্রায় ১৩ হাজার নাম। পর্ষদের সঙ্গে নিজেদের তালিকা মিলিয়ে রিপোর্ট তৈরি করবে এসএসসি। ২৮ সেপ্টেম্বর সেটি জমা দেওয়ার কথা হাই কোর্টে।
এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘‘এসএসসি এই তালিকা খতিয়ে দেখবে এবং আমাদের কাছে যে তালিকা রয়েছে তার সঙ্গে মিলিয়ে দেখে একটি পৃথক রিপোর্ট তৈরি করা হবে। ২৮ তারিখ সেই রিপোর্টই হাই কোর্টে জমা দেওয়া হবে।’’
বুধবার মামলার শুনানি চলাকালীন দুই সংস্থার কাছেই নবম এবং দশম শ্রেণির শিক্ষক নিয়োগে বেআইনি নিয়োগের তালিকা চেয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, বেআইনি ভাবে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের বরখাস্ত করা হবে।