Sunday, November 16, 2025

আদিবাসী সম্প্রদায়ভুক্ত করার দাবিতে টানা চারদিন ধরে কুড়মি (Kurmi) সম্প্রদায়ের আন্দোলনে তোলপাড় জঙ্গল মহলের একটা বড় অংশ। পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরে রেল ও সড়ক পরিষেবা কার্যত স্তব্ধ। টানা চারদিন আন্দোলনের পর তাঁদের দাবি মেনে কেন্দ্রকে পাঠানো CRI রিপোর্টের প্রতিলিপি আন্দোলনকারীদের হাতে তুলে দিল রাজ্য প্রশাসন। তবে তারপরও আন্দোলন প্রত্যাহার করা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেল। কুড়মিদের ওই আন্দোলনের জেরে ক্ষতির মুখে পণ্য পরিবহণ ব্যবস্থা। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এ বিষয়ে নজর দিতে অনুরোধ জানাল ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস্ অ্যাসোসিয়েশন।

আন্দোলনের প্রধান নেতা অজিত প্রসাদ মাহাতো জানালেন, ওই চিঠি কুড়মি সমাজের বিশিষ্টদের উপস্থিতিতে পড়ানো হবে। একইসঙ্গে রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের সচিব সঞ্জয় বনসলকে আলোচনায় ডাকা হয়েছে। নিজেদের বৈঠকের পাশাপাশি রাজ্য প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় যদি বোঝা যায় যে সরকার তাঁদের সমস্ত দাবি মেনে নিয়েছে, তাহলেই সরকারকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি আন্দোলন প্রত্যাহারের কথা ভাবা হবে।

চারদিন ধরে টানা অবরোধ কর্মসূচি চালাচ্ছে আদিবাসী কুড়মি সমাজ। অবশেষে তাঁদের দাবি মেনে বহু প্রতীক্ষিত সিআরআই রিপোর্টের প্রতিলিপি হাতে পেলেন কুড়মি জনজাতির আন্দোলনকারীরা। তাতে দেখা গিয়েছে, কেন্দ্রের কাছে সংশোধিত সিআরআই (CRI) রিপোর্টটি রাজ্য সরকার বৃহস্পতিবার পাঠিয়েছিল। তারপর শুক্রবার বিকালে জেলা ও পুলিশ প্রশাসনের মাধ্যমে সেই রিপোর্টের প্রতিলিপি অবরোধকারীদের হাতে আসে। রাজ্যের তরফে ছিলেন পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) মুফতি শামিম সওকত, পুরুলিয়া দু’নম্বর ব্লকের বিডিও দেবজিৎ রায়, পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পিনাকী দত্ত।

তবে তাতেও এই মুহূর্তে রেল অবরোধ বা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেওয়া হচ্ছে না। কুড়মি সমাজের তরফে জানানো হয়েছে, তাঁদের পরামর্শদাতা কমিটি ও বিশিষ্ট জনেদের সঙ্গে বসে সেই রিপোর্টের প্রতিলিপি খতিয়ে দেখা হবে। যদি তাদের পক্ষে যায় তবেই তারা রাজ্য সরকারকে ধন্যবাদ জানাবেন, অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেবেন। পরবর্তী সিদ্ধান্ত নিয়ে কুশতাঁড় স্টেশন থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে ঝাড়গ্রামের খেমাশুলিতে অংশ নেওয়া নেতৃত্বের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে কুড়মিদের বিক্ষোভের জেরে রাস্তা বন্ধ থাকায় টানা কয়েক দিন ধরে আটকে রয়েছে অত্যাবশ্যকীয় পণ্য। ওষুধ, সবজি, ফল বোঝাই লরি ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে জাতীয় সড়কে। রাস্তায় অবরোধ থাকায় ওড়িশা, ঝাড়খান্ড থেকেও পণ্যবাহী লরি এরাজ্যে আসতে পারছে না। জাতীয় সড়ক অবরুদ্ধ থাকায় উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগেও সমস্যা দেখা দিয়েছে।

Related articles

বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে? তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু। একদিকে নীতীশ কুমারের...

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...
Exit mobile version