চিনে প্রেসিডেন্টের গৃহবন্দি হওয়ার গুজব! বাতিল ৬০ শতাংশের বেশি বিমান

দিনভর চিনে (China) সেনা অভ্যুত্থানের গুজব। প্রেসিডেন্ট শি জিনপিংকে (Xi Zinping) নাকি গৃহবন্দি করেছে PLA। তারপর বিদেশিদের চিনে ঢোকা আটকাতে একের পর এক বিমান বাতিল। ফলে গুজবের সত্যতা নিয়ে আলোচনা চলছে। সূত্রের খবর, ৬০ শতাংশের বেশি বিমান বাতিল করা হয়েছে। বেজিং (Beijing) থেকেই বাতিল করা হয়েছে ৬২২। সাংহাই থেকে বাতিল হওয়া বিমানের সংখ্যা ৬৫২। সারাদেশে বাতিল হওয়া বিমানের সংখ্যা প্রায় ৯৫৮৩।

চিনে সেনা অভ্যুত্থান হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়ায়। প্রেসিডেন্ট শি জিনপিংকে সেনা গৃহবন্দি করেছে বলেও গুজব রটে। যদিও সেনা অভ্যুত্থান নিয়ে সরকারিভাবে কিছু জানায়নি বেজিং। সূত্রের খবর, চিনের অধিকাংশ বিমানবন্দর নাকি দখল নিয়ে নিয়েছে People’s Liberation Army। কয়েকদিন আগেই ‘সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন’-র বৈঠকে যোগ দিতে উজবেকিস্তানের সমরখন্দে গিয়েছিলেন চিনের প্রেসিডেন্ট। সেখান থেকে দেশে ফেরার পরই শি জিনপিংকে গৃহবন্দি করা হয় বলে সোশ্যাল মিডিয়া সূত্রে খবর।

আরও পড়ুন- সরকারের গোপন প্রতিবেদন; বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশনা মানা হয়নি অনেক মণ্ডপে


 

 

Previous articleকলকাতা লিগ খেলবে না এটিকে মোহনবাগান
Next articleভারতীয় সিনেমায় রেকর্ড, একদিনে সিনেমা দেখলেন ৬৫ লক্ষ মানুষ