Monday, November 10, 2025

নির্বাচনের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচন হবে ১৮ অক্টোবর। সে দিনই হবে বোর্ডের বার্ষিক সাধারণ সভা। এদিন এমনটাই জানিয়ে দিল বিসিসিআই। ইতিমধ্যেই বিসিসিআইয়ের নিয়োগ করা নির্বাচনী আধিকারিক রাজ্য সংস্থাগুলিকে একটি নোটিস পাঠিয়ে নির্বাচনের সূচির কথা জানিয়েছেন।

সূচিতে বলা হয়েছে, ৪ অক্টোবর, সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। এরপর ১৮ অক্টোবর নির্বাচন হবে এবং এরপরই সে দিনই ফল ঘোষণা করা হবে। যদি কোনও প্রার্থীকে অপছন্দ থাকে তা হলে তাঁর মনোনয়ন বাতিলের আবেদন করা যাবে ৫ ও ৬ অক্টোবর। এরপর ১৩ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত প্রার্থীদের মনোনয়নের স্ক্রুটিনি করে দেখা হবে। কারও মনোনয়ন বাতিল হলে সে দিন সন্ধ্যা ৭টায় জানিয়ে দেওয়া হবে।

১৪ অক্টোবর সকাল ১০টা থেকে ৪টের মধ্যে কোনও প্রার্থী চাইলে মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। এরপর ১৫ অক্টোবর চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। সূচিতে এও বলা হয়েছে ১৮ অক্টোবর ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি, সহ-সভাপতি, সচিব, যুগ্মসচিব ও কোষাধ্যক্ষ পদের জন্য নির্বাচন হবে। এছাড়া বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিল ও গভর্নিং কাউন্সিলের সদস্যদেরও নির্বাচন হবে ওই একই দিনে।

আরও পড়ুন:কঠিন সিদ্ধান্ত রাহানের, খারাপ ব‍্যবহারের জন‍্য মাঠ থেকে বার করে দিলেন নিজের দলের ক্রিকেটারকে

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...
Exit mobile version