Sunday, December 7, 2025

লিগের প্রথম ম্যাচেই আটকে গেল লাল-হলুদ, জয় মহামেডানের

Date:

Share post:

কলকাতা লিগের প্রিমিয়ার ‘এ’ ডিভিশনের সুপার সিক্স পর্বে একই দিনে মাঠে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল ও মহামেডান। বিদেশিহীন রিজার্ভ দল নিয়ে লিগের প্রথম ম্যাচেই আটকে গেল লাল-হলুদ। নৈহাটি স্টেডিয়ামে খিদিরপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ইস্টবেঙ্গল। তবে পূর্ণ শক্তির দল নিয়ে কলকাতা লিগের সুপার সিক্সে প্রথম ম্যাচ অনায়াসেই জিতল মহামেডান। কল্যাণী স্টেডিয়ামে সাদা-কালো ব্রিগেড ৩-০ গোলে হারাল এরিয়ানকে। স্টিফেন কনস্ট্যান্টাইনের প্রশিক্ষণাধীন ইস্টবেঙ্গলের সিনিয়র দল আবার এদিনই প্রস্তুতি ম্যাচে ভারতীয় অনূর্ধ্ব ২০ দলকে ২-০ গোলে হারায়। গোলদাতা ক্লিটন সিলভা এবং সুমিত পাসি।

এফএসডিএল-এর নিয়ম মেনে কলকাতা লিগে ইস্টবেঙ্গল যে রিজার্ভ দল নামাবে, তা আগে থেকেই ঠিক ছিল। সেই অনুযায়ী বিনো জর্জের দলে কোনও বিদেশি ছিল না। সন্তোষ ট্রফি জয়ী কেরল দলের জেসিন টিকে, অতুল উন্নিকৃষ্ণনের মতো বেশ কয়েক জন ফুটবলার এদিন খেললেন। এঁদের মধ্যে রক্ষণে নজর কাড়লেন অতুল।

প্রথমার্ধে ইস্টবেঙ্গল বেশ ভাল ফুটবল খেলে। তবে গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় এগিয়ে যেতে পারেনি দল। মহীতোষ রায়, সঞ্জীব ঘোষ, বিবেক সিংরা সহজ সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়ার্ধে অবশ্য দাপট দেখিয়েছে খিদিরপুর। দুর্দান্ত খেলেন খিদিরপুরের গোলরক্ষক প্রিয়ন্ত সিং।

এদিকে কল্যাণীতে গতবারের লিগ চ্যাম্পিয়ন মহামেডান দাপুটে ফুটবল খেলেই এরিয়ানের বিরুদ্ধে বড় জয় তুলে নেয়। মার্কাস যোশেফের গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় তারা। ৬২ মিনিটে ব্যবধান বাড়ান ওসমানে এনদিয়ায়ে। ৮১ মিনিটে তৃতীয় গোল ফসলু রহমানের।

আরও পড়ুন:নির্বাচনের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড

spot_img

Related articles

কলকাতা ম্যারাথনের মুখ কেনি বেডনারেক, রাজপথে দৌড়াবেন জীবন যুদ্ধে জয়ীরাও

বিগত ৯ বছর ধরেই শীতের কলকাতার মেগা ইভেন্টের নাম টাটা স্টিল ম্যারাথন(kolkata marathon)। আগামী ২১ ডিসেম্বর কলকাতার রাজপথে...

ডায়মন্ডহারবার মডেল অনুসরণ করেই এগোতে চায় হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স

মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই শুরু বেঙ্গল সুপার লিগ। তার আগে শনিবার  হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স দলের(Howrah Hooghly Warriors )জার্সি...

সুন্দরবনের ধাঁচে বিশেষ জাল এবার ডুয়ার্সে! চিতাবাঘ-আতঙ্কে নতুন উদ্যোগ বন দফতরের

চিতাবাঘ-মানুষ সংঘাত রুখতে অভিনব পদক্ষেপ নিল বন দফতর। সুন্দরবনের মতোই এবার ডুয়ার্সের চা-বাগান ঘেঁষা গ্রামগুলিকে বিশেষ জাল দিয়ে...

ড্রোন শোয়ে নয়া আকর্ষণ গঙ্গাসাগর মেলায়! প্রস্তুতি পরিদর্শনে দুই মন্ত্রী

৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। এবারের মেলা শুধু আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু নয়, প্রযুক্তি ও ঐতিহ্যের এক...