Wednesday, December 31, 2025

লিগের প্রথম ম্যাচেই আটকে গেল লাল-হলুদ, জয় মহামেডানের

Date:

Share post:

কলকাতা লিগের প্রিমিয়ার ‘এ’ ডিভিশনের সুপার সিক্স পর্বে একই দিনে মাঠে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল ও মহামেডান। বিদেশিহীন রিজার্ভ দল নিয়ে লিগের প্রথম ম্যাচেই আটকে গেল লাল-হলুদ। নৈহাটি স্টেডিয়ামে খিদিরপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ইস্টবেঙ্গল। তবে পূর্ণ শক্তির দল নিয়ে কলকাতা লিগের সুপার সিক্সে প্রথম ম্যাচ অনায়াসেই জিতল মহামেডান। কল্যাণী স্টেডিয়ামে সাদা-কালো ব্রিগেড ৩-০ গোলে হারাল এরিয়ানকে। স্টিফেন কনস্ট্যান্টাইনের প্রশিক্ষণাধীন ইস্টবেঙ্গলের সিনিয়র দল আবার এদিনই প্রস্তুতি ম্যাচে ভারতীয় অনূর্ধ্ব ২০ দলকে ২-০ গোলে হারায়। গোলদাতা ক্লিটন সিলভা এবং সুমিত পাসি।

এফএসডিএল-এর নিয়ম মেনে কলকাতা লিগে ইস্টবেঙ্গল যে রিজার্ভ দল নামাবে, তা আগে থেকেই ঠিক ছিল। সেই অনুযায়ী বিনো জর্জের দলে কোনও বিদেশি ছিল না। সন্তোষ ট্রফি জয়ী কেরল দলের জেসিন টিকে, অতুল উন্নিকৃষ্ণনের মতো বেশ কয়েক জন ফুটবলার এদিন খেললেন। এঁদের মধ্যে রক্ষণে নজর কাড়লেন অতুল।

প্রথমার্ধে ইস্টবেঙ্গল বেশ ভাল ফুটবল খেলে। তবে গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় এগিয়ে যেতে পারেনি দল। মহীতোষ রায়, সঞ্জীব ঘোষ, বিবেক সিংরা সহজ সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়ার্ধে অবশ্য দাপট দেখিয়েছে খিদিরপুর। দুর্দান্ত খেলেন খিদিরপুরের গোলরক্ষক প্রিয়ন্ত সিং।

এদিকে কল্যাণীতে গতবারের লিগ চ্যাম্পিয়ন মহামেডান দাপুটে ফুটবল খেলেই এরিয়ানের বিরুদ্ধে বড় জয় তুলে নেয়। মার্কাস যোশেফের গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় তারা। ৬২ মিনিটে ব্যবধান বাড়ান ওসমানে এনদিয়ায়ে। ৮১ মিনিটে তৃতীয় গোল ফসলু রহমানের।

আরও পড়ুন:নির্বাচনের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড

spot_img

Related articles

২০২৬-কে স্বাগত জানাল কিরীটিমাটি, বর্ষবরণের উৎসবে মাতল প্রশান্ত মহাসাগরের দ্বীপ

ক্যালেন্ডারের পাতা ওল্টানোর মাহেন্দ্রক্ষণে বিশ্ববাসীকে পথ দেখাল প্রশান্ত মহাসাগরের ছোট্ট প্রবাল দ্বীপ কিরীটিমাটি। ঘড়ির কাঁটা বারোটা ছোঁয়ার অনেক...

রাত পোহালেই প্রতিষ্ঠাদিবস! রাজ্য জুড়ে নানা কর্মসূচি তৃণমূলের

বৃহস্পতিবার ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের ২৯তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে বাংলা জুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দলের...

২০২৬-এর ভোটে আবাসনের মধ্যেই বুথ! প্রস্তুতি শুরু কমিশনের

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের একাধিক আবাসনের মধ্যেই ভোটগ্রহণ কেন্দ্র তৈরির প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন।...

মৃত্যুতে অভিযুক্ত জ্ঞানেশ: FIR-এর তদন্তের ‘হুঁশিয়ারি’ নির্বাচন কমিশনের!

নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআর ঘোষণায় রাজ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ জন। তাঁদের মধ্যে কেউ ভোটার, কেউ বিএলও। মৃত্যুতে...