Thursday, August 21, 2025

কলকাতা লিগের প্রিমিয়ার ‘এ’ ডিভিশনের সুপার সিক্স পর্বে একই দিনে মাঠে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল ও মহামেডান। বিদেশিহীন রিজার্ভ দল নিয়ে লিগের প্রথম ম্যাচেই আটকে গেল লাল-হলুদ। নৈহাটি স্টেডিয়ামে খিদিরপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ইস্টবেঙ্গল। তবে পূর্ণ শক্তির দল নিয়ে কলকাতা লিগের সুপার সিক্সে প্রথম ম্যাচ অনায়াসেই জিতল মহামেডান। কল্যাণী স্টেডিয়ামে সাদা-কালো ব্রিগেড ৩-০ গোলে হারাল এরিয়ানকে। স্টিফেন কনস্ট্যান্টাইনের প্রশিক্ষণাধীন ইস্টবেঙ্গলের সিনিয়র দল আবার এদিনই প্রস্তুতি ম্যাচে ভারতীয় অনূর্ধ্ব ২০ দলকে ২-০ গোলে হারায়। গোলদাতা ক্লিটন সিলভা এবং সুমিত পাসি।

এফএসডিএল-এর নিয়ম মেনে কলকাতা লিগে ইস্টবেঙ্গল যে রিজার্ভ দল নামাবে, তা আগে থেকেই ঠিক ছিল। সেই অনুযায়ী বিনো জর্জের দলে কোনও বিদেশি ছিল না। সন্তোষ ট্রফি জয়ী কেরল দলের জেসিন টিকে, অতুল উন্নিকৃষ্ণনের মতো বেশ কয়েক জন ফুটবলার এদিন খেললেন। এঁদের মধ্যে রক্ষণে নজর কাড়লেন অতুল।

প্রথমার্ধে ইস্টবেঙ্গল বেশ ভাল ফুটবল খেলে। তবে গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় এগিয়ে যেতে পারেনি দল। মহীতোষ রায়, সঞ্জীব ঘোষ, বিবেক সিংরা সহজ সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়ার্ধে অবশ্য দাপট দেখিয়েছে খিদিরপুর। দুর্দান্ত খেলেন খিদিরপুরের গোলরক্ষক প্রিয়ন্ত সিং।

এদিকে কল্যাণীতে গতবারের লিগ চ্যাম্পিয়ন মহামেডান দাপুটে ফুটবল খেলেই এরিয়ানের বিরুদ্ধে বড় জয় তুলে নেয়। মার্কাস যোশেফের গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় তারা। ৬২ মিনিটে ব্যবধান বাড়ান ওসমানে এনদিয়ায়ে। ৮১ মিনিটে তৃতীয় গোল ফসলু রহমানের।

আরও পড়ুন:নির্বাচনের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version