Friday, November 14, 2025

লিগের প্রথম ম্যাচেই আটকে গেল লাল-হলুদ, জয় মহামেডানের

Date:

কলকাতা লিগের প্রিমিয়ার ‘এ’ ডিভিশনের সুপার সিক্স পর্বে একই দিনে মাঠে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল ও মহামেডান। বিদেশিহীন রিজার্ভ দল নিয়ে লিগের প্রথম ম্যাচেই আটকে গেল লাল-হলুদ। নৈহাটি স্টেডিয়ামে খিদিরপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ইস্টবেঙ্গল। তবে পূর্ণ শক্তির দল নিয়ে কলকাতা লিগের সুপার সিক্সে প্রথম ম্যাচ অনায়াসেই জিতল মহামেডান। কল্যাণী স্টেডিয়ামে সাদা-কালো ব্রিগেড ৩-০ গোলে হারাল এরিয়ানকে। স্টিফেন কনস্ট্যান্টাইনের প্রশিক্ষণাধীন ইস্টবেঙ্গলের সিনিয়র দল আবার এদিনই প্রস্তুতি ম্যাচে ভারতীয় অনূর্ধ্ব ২০ দলকে ২-০ গোলে হারায়। গোলদাতা ক্লিটন সিলভা এবং সুমিত পাসি।

এফএসডিএল-এর নিয়ম মেনে কলকাতা লিগে ইস্টবেঙ্গল যে রিজার্ভ দল নামাবে, তা আগে থেকেই ঠিক ছিল। সেই অনুযায়ী বিনো জর্জের দলে কোনও বিদেশি ছিল না। সন্তোষ ট্রফি জয়ী কেরল দলের জেসিন টিকে, অতুল উন্নিকৃষ্ণনের মতো বেশ কয়েক জন ফুটবলার এদিন খেললেন। এঁদের মধ্যে রক্ষণে নজর কাড়লেন অতুল।

প্রথমার্ধে ইস্টবেঙ্গল বেশ ভাল ফুটবল খেলে। তবে গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় এগিয়ে যেতে পারেনি দল। মহীতোষ রায়, সঞ্জীব ঘোষ, বিবেক সিংরা সহজ সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়ার্ধে অবশ্য দাপট দেখিয়েছে খিদিরপুর। দুর্দান্ত খেলেন খিদিরপুরের গোলরক্ষক প্রিয়ন্ত সিং।

এদিকে কল্যাণীতে গতবারের লিগ চ্যাম্পিয়ন মহামেডান দাপুটে ফুটবল খেলেই এরিয়ানের বিরুদ্ধে বড় জয় তুলে নেয়। মার্কাস যোশেফের গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় তারা। ৬২ মিনিটে ব্যবধান বাড়ান ওসমানে এনদিয়ায়ে। ৮১ মিনিটে তৃতীয় গোল ফসলু রহমানের।

আরও পড়ুন:নির্বাচনের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড

Related articles

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...
Exit mobile version