মহালয়ার দিন থেমে গেল তৃণমুল কাউন্সিলরের জীবন, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

দীর্ঘদিন ধরে মারণ রোগ ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। মহালয়ার ভোরে থামল জীবন। চলে গেলেন কলকাতার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গৌতম হালদার । তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে তাঁর আত্মার শান্তি কামনা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:প্রয়াত তৃণমূল কাউন্সিলর গৌতম হালদার, শেষশ্রদ্ধা জানালেন মেয়র

এদিন সোশ্যাল মিডিয়ায়  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,  ‘‌গৌতমবাবুর বিদেহী আত্মার শান্তি কামনা করি। তিনি আমাদের কাছে লড়াকু সৈনিক হিসেবে চির স্মরণীয় হয়ে থাকবেন।’‌

প্রসঙ্গত, লিভার ক্যান্সারে ভুগছিলেন তিনি। তা সত্ত্বেও দায়িত্বের সঙ্গে কাজ করছিলেন।বেশ কয়েকদিন ধরেই অসুখ বাড়ছিল কাউন্সিলর গৌতম হালদারের। ভর্তি ছিলেন সোনারপুরের একটি বেসরকারি হাসপাতালে।সকলের আশা ছিল পুজোর আগেই মৃত্যুর মুখ থেকে ফিরে আসবেন তৃণমূলের লড়াকু সৈনিক। কিন্তু তা আর হয়নি।

আজ তাঁর মৃত্যুর খবর পেতেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র অতীন ঘোষ। তাঁর মরদেহে দলীয় পতাকা ও মালা দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা। নেতার মৃত্যুতে শোক দলীয় কর্মীদের মধ্যেও।

Previous articleএবার ভারত থেকে রুপিতে পণ্য আমদানির দাবি বাংলাদেশের ব্যবসায়ীদের
Next articleরাইফেল ও গুলি সহ নিখোঁজ বিএসএফ জওয়ান, অবশেষে পুলিশের জালে উত্তরপ্রদেশের যুবক