Thursday, August 28, 2025

রানি দ্বিতীয় এলিজাবেথ পুরস্কারে সম্মানিত হলেন ব্রিটেনের স্বরাষ্ট্রসচিব সুয়েল্লা

Date:

রানি দ্বিতীয় এলিজাবেথ পুরস্কারের (Queen Elizabeth II Award) জন্য মনোনীত হলেন সুয়েল্লা ব্রেভারম্যান (Suellea Breverman)। সদ্য ব্রিটেনের স্বরাষ্ট্রসচিব (Home Secretary) পদের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় বংশোদ্ভূত সুয়েল্লাকে (Suellea Breverman)। তিনিই পেলেন বিশেষ সম্মান। সম্প্রতি লন্ডনের এশিয়ান অ্যাচিভার অ্যাওয়ার্ড (Asian Achiever Award) প্রদান অনুষ্ঠানে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। বছর ৪২ -এর সুয়েল্লা এই পুরস্কার পেয়ে বলেন, এটা তাঁর জীবনের সেরা সম্মান।

সুয়েল্লা আরও বলেন, এই পুরস্কার তিনি রানিকে উৎসর্গ করতে চান। প্রথমে পার্লামেন্টের সদস্য হিসেবে ও পরে স্বরাষ্ট্রসচিব হিসেবে দেশের জন্য কাজ করতে পারা আমার কাছে অত্যন্ত সম্মানের। আশা করি আপনাদের গর্বিত করতে পারব। এই নিয়ে ২০ তম বর্ষে দেওয়া হচ্ছে এই বিশেষ সম্মান। তবে শুধু সুয়েল্লা নন এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত নাগা মুনচেট্টি (Naga Moonchetty)। মিডিয়া বিভাগে মনোনীত হন তিনি। এছাড়াও সংস্কৃতি বিভাগে মনোনীত হন নমিত মালহোত্রা, সিভিল সার্ভিস বিভাগের মনোনয়নে ছিল ক্যাপ্টেম হরপ্রীত চান্ডির নাম।

ভারতের মাটিতে অবশ্য জন্মগ্রহণ করেননি সুয়েল্লা। তবে সুয়েল্লার বাবা-মা দুজনেই ভারতীয় বংশোদ্ভূত। তাঁর মা উমা তামিল হিন্দু, বাবা ক্রিস্টি ফার্নান্ডেজের পরিবার গোয়ায় বসবাস করতেন। ১৯৬০ এর দশকে উমা মরিশাস থেকে ব্রিটেনে আসেন। অন্যদিকে কেনিয়া থেকে ব্রিটেনে আসেন সুয়েল্লার বাবা। এরপরই ব্রিটেনেই তাঁদের আলাপ, প্রেম ও বিয়ে। তবে সুয়েল্লার জন্ম ব্রিটেনেই। বর্তমানে সুয়েল্লা দুই সন্তানের মা।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version