Monday, May 5, 2025

Debolina Dutta: পুরনো স্মৃতি নয়, পুজোয় নতুন স্মৃতি তৈরি করবেন অভিনেত্রী

Date:

Share post:

পুজো মানেই নস্টালজিয়া আর প্রেমের জোয়ারে গা ভাসানো। কিন্তু অভিনেত্রীর জীবনে এবছরের পুজোটা একটু আলাদা। আইনি বিচ্ছেদ না হলেও তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) এখন আর দেবলীনার (Debolina Dutta) জীবনে নেই। দর্শকের দারুন প্রিয় এই অনস্ক্রিন -অফস্ক্রিন জুটি নিজেদের বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়ের (Bibriti Chatterjee) সঙ্গে সম্পর্কে জড়ানোর কারণেই নাকি তথাগতর সঙ্গে বিচ্ছেদ হয়েছে দেবলীনার, টলিউডের (Tollywood) কান পাতলে এ কথাই শোনা যাচ্ছে। এই বছর কি তাহলে একাকিত্বেই কাটবে দেবলীনার পুজো? অভিনেত্রী বলছেন, পুরনো স্মৃতিকে নস্টালজিয়ায় পরিণত করে নতুন স্মৃতি তৈরি করতে চান তিনি।

দেবলীনা দত্ত (Debolina Dutta) দর্শকের বেশ পছন্দের অভিনেত্রী। বাঙালির ড্রয়িংরুমে তার অবাধ বিচরণ। অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা হয় সোশ্যাল মিডিয়ায়। ২০২২ এর পুজোতে দেবলীনাকে সব থেকে বেশি যে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তা হল তথাগত মুখোপাধ্যায় ছাড়া পুজো কেমন কাটবে? দেবলীনার কথায়, তাঁর বয়স যখন মাত্র ৯, তখন তিনি তাঁর বাবাকে হারান। সেই তখন থেকেই জীবনে নানান কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। বহু সমস্যার মুুখোমুখি হতে হয়েছে। তবে নিজের পছন্দেই তিনি বহু কিছু বেছে নিয়েছেন, আবার অনেক কিছুই বাদ দিয়েছেন। নিজের বিয়ের দিন যখন বর আসেনি, কনের বেশে একা বসে ছিলেন তখন তথাগত বন্ধু হিসেবে পাশে ছিলেন, জানিয়েছেন দেবলীনা। তিনি বলছেন জীবনে তখন দুটো অপশন ছিল। হয় দুঃখ নিয়ে বেঁচে থাকা নয় নতুন করে এগিয়ে চলা। তথাগত তাঁর খুব ভালো বন্ধু, এখনো কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী। প্রতিবছর পূজোতে তাঁরা ঘুরতে যেতেন। এবারও তাই হবে, তবে এই বছর প্ল্যানিং করেছেন অভিনেত্রী নিজেই। তিনি স্বীকার করছেন ভালোবাসা কখনোই চিরতরে মরে যায় না। তবে ভালোবাসার প্রকাশ বিভিন্নভাবে হয়। এই পুজোতে নতুন করে জীবনের গল্প তৈরি করতে চান দেবলীনা দত্ত।

spot_img

Related articles

দেশ চালাচ্ছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার! সাম্প্রদায়িক অশান্তি না করে সীমান্ত রক্ষায় মন দিন: মমতা

অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন- মুর্শিদাবাদ পৌঁছে নাম না করে অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

পাকিস্তানকে জলবন্ধের প্রথম হুঁশিয়ারি! সাময়িক বন্ধ চেনাবের জল

সিন্ধু জলচুক্তি ভারত একপাক্ষিকভাবে বাতিল করলে জল পাবে না পাকিস্তান। পহেলগাম হামলা পরবর্তীতে সেরকমই হুঁশিয়ারি দিয়েছিল কেন্দ্রের মোদি...

ম্যাগমা-র রুফটপ রেস্তোরাঁ ভাঙায় পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিতাদেশ হাই কোর্টের

শহরের যাবতীয় রুফটপ রেস্তোরাঁ (Rooftop Restaurant) বন্ধের নির্দেশের পরেই পার্কস্ট্রিটের ম্যাগমা-র (Magma) ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা। শনিবার,...

সন্ত্রাসীদের আশ্রয়দাতা! পালাতে গিয়ে নালায় ঝাঁপ দিয়ে মৃত্যু জঙ্গি মদতদাতার

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসীদের খাবার ও আশ্রয় দেওয়া এক ব্যক্তি নিরাপত্তা বাহিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে...