Friday, November 14, 2025

মাদ্রাসা শিক্ষক নিয়োগ: চাকরিপ্রার্থীদের সঙ্গে ফোনে কথা মন্ত্রী গোলাম রব্বানির, পুজোর পরই বৈঠক

Date:

দীর্ঘদিন ধরে নিয়োগ হয়নি ফলের শিক্ষক সংকটে(Teachers Crisis) ভুগছে রাজ্যের সরকারি মাদ্রাসাগুলি(Madrasa)। এদিকে নিয়োগের দাবিতে আন্দোলন জারি রয়েছে রাজ্যজুড়ে। এখানেও পরিস্থিতির মাঝে চাকরি প্রার্থী আন্দোলনকারীদের প্রতিনিধি কৃশানু গঙ্গোপাধ্যায়ের(Krishanu Ganguly) সঙ্গে ফোনে কথা বললেন রাজ্যের মাদ্রাসা শিক্ষা মন্ত্রী গোলাম রব্বানি(Golam Rabbani)। বিষয়টি নিয়ে আলোচনার জন্য পুজোর পর চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের আমন্ত্রণও জানিয়েছেন তিনি।

সূত্রের খবর, মঙ্গলবার চাকরি প্রার্থীদের প্রতিনিধি কৃষানু গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন মন্ত্রী গোলাম রব্বানি। দীর্ঘক্ষণ শিক্ষক নিয়োগ ইস্যুতে আলোচনা হয় তাদের মধ্যে। রাজ্যের মন্ত্রী চাকরি প্রার্থীদের বৈঠকে বসার জন্য আমন্ত্রণ জানান এ বিষয়ে আলোচনায়। এই বৈঠকে বসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন আন্দোলনকারীদের প্রতিনিধি। জানা গিয়েছে, দুর্গা পুজোর পর আগামী ১৩ থেকে ১৫ অক্টোবরের মধ্যে যে কোনদিন বৈঠকে বসবেন রাজ্যের মন্ত্রী ও আন্দোলনকারীরা।

এদিকে চাকরির দাবিতে আজও পথে নামতে দেখা গিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীদের। তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে থালা বাজিয়ে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। বিক্ষোভকারীদের দাবি, ২০১৪-য় মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়। তবে এখনো পর্যন্ত তার নিয়োগ হয়নি। উল্লেখ ওই বছরই শেষ পরীক্ষা হয়েছিল মাদ্রাসা নিয়োগে। তারপর থেকে আজও পর্যন্ত কোনও নিয়োগ হয়নি।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version