অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে টি-২০ সিরিজ পকেটে পুরে এবার দক্ষিণ আফ্রিকার ( South Africa) বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে নামতে তৈরি ভারতীয় দল (India Team)। বুধবার তিরুবনন্তপুরমে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। তার আগে রোহিত শর্মাদের পুষ্পবৃষ্টিতে তাঁদের বরণ করা হল তিরুবনন্তপুরমে। যা দেখে আপ্লুত গোটা ভারতীয় দল। সেই ভিডিও পোস্ট করেছে বিসিসিআই।

মঙ্গলবার বিসিসিআই একটি ভিডিও পোস্ট করে। সেখানে দেখা যায়, টিম বাস থেকে নামতেই তাঁদের উপর ফুল ছেটানো হয়। পরিয়ে দেওয়া হয় মালাও।
View this post on Instagram
এদিন কেরল ক্রিকেট সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, “দক্ষিণ আফ্রিকা রবিবারই তিরুবনন্তপুরমে পৌঁছে গিয়েছে। সোমবার থেকে তারা অনুশীলন শুরু করেছে। অনুশীলনের সময় দুপুর ১টা থেকে বিকেল ৪টে। অন্যদিকে ভারতীয় দল মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করবে।

আরও পড়ুন:শোয়েবের সমর্থনে ধোনির উদাহরণ টানলেন কামরান আকমল
