Thursday, August 28, 2025

পরিবহনমন্ত্রীর আশ্বাসের পরও আন্দোলন জারি SBSTC-র অস্থায়ী বাসকর্মীদের, নাকাল যাত্রীরা

Date:

পরিবহনমন্ত্রী স্নেহাশীস চক্রবর্তীর আশ্বাস ও আন্দোলন তুলে নেওয়ার অনুরোধের পরও SBSTC-র অস্থায়ী বাস কর্মীদের কর্মবিরতি অব্যাহত । মঙ্গলবারও থমকে বাস পরিষেবা। স্বভাবতই নাজেহাল যাত্রীরা।

আরও পড়ুন:SBSTC-র অস্থায়ী কর্মীদের লাগাতার আন্দোলনের জেরে দুর্ভোগে নিত্যযাত্রীরা

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীদের ২৬ দিনের কাজের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় আন্দোলনকারীরা। পুজোর আগে শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক না হলে, আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দেন  মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এমনকি পুজোর শুরুতে যাত্রী দুর্ভোগ যাতে না হয় সেজন্যও আন্দোলনকারীদের কাছে অনুরোধ করেন মন্ত্রী। তিনি বলেন,  “পুজোর মুখে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। অস্থায়ী কর্মীদের ২৬ দিনের কাজের একটা দাবি ছিল। আমি এসবিএসটিসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আমি দায়িত্ব নিচ্ছি। ২৬ দিনের কাজ ওদের দেওয়া হবে। আমি পুজো মিটলেই কথা বলব ওদের সঙ্গে। ” কিন্তু তাতেও কাজ হয়নি। মঙ্গলবার রাজ্যের একাধিক বাস ডিপোয় থমকে এসবিএসটিসি-র চাকা। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাঁকুড়া ডিপো থেকে দূরপাল্লা ও ছোট রুটগুলিতে সবমিলিয়ে দৈনিক বাস চলাচল করে প্রায় ৪০ টি। এর মধ্যে কলকাতা, মুর্শিদাবাদ, বীরভূম-সহ দূরপাল্লার যাত্রীরা পুরোপুরি নির্ভরশীল সরকারি বাসের উপর।যার জেরে যাত্রী ভোগান্তি চরমে উঠেছে।

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর থেকে সাত দফা দাবিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীরা কর্মবিরতি শুরু করলে সেই বাস পরিষেবা কার্যত স্তব্ধ হয়ে যায়। স্থায়ী কর্মীদের দিয়ে কোনওরকমে সারাদিনে দু’একটি সরকারি বাস রাস্তায় নামলেও অধিকাংশ বাস চলাচল বন্ধ গত পাঁচ দিন।পুজোর মুখে একান্ত বাধ্য হয়ে দূরপাল্লার যাত্রীদের বেছে নিতে হচ্ছে বিকল্প বেসরকারি বাস। বহু ক্ষেত্রে যাত্রাপথ ভেঙে ভেঙে যেতে বাধ্য হচ্ছেন বহু যাত্রীরা। ফলে নাকাল হচ্ছেন সাধারণ ও নিত্য যাত্রীরা।

Related articles

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...
Exit mobile version